Sylhet Today 24 PRINT

বড়লেখায় আদিবাসী দিবস উপলক্ষে আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক |  ০৮ আগস্ট, ২০১৯

আদিবাসী ভাষাচর্চা ও সংরক্ষণে এগিয়ে আসুন-এ প্রতিপাদ্য নিয়ে মৌলভীবাজারের বড়লেখায় আদিবাসী দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। বৃহস্পতিবার (৮ আগস্ট) দুপুরে উপজেলার ডিমাই মিশনের সেন্ট দ্বিতীয় জনপল উচ্চ বিদ্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করে ইন্ডিজেনাস পিপলস ডেভলপমেন্ট সার্ভিসেস (আইপিডিএস) ও কুবরাজ আন্তঃপুঞ্জি উন্নয়ন সংগঠন।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন কুবরাজ আন্তঃপুঞ্জি উন্নয়ন সংগঠনের সাধারণ সম্পাদক এলিয়াস বারে। আইপিডিএসের কর্মসূচি সহায়তাকারী জসিন্তা সুমেরের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বড়লেখা উপজেলা পরিষদের চেয়ারম্যান সোয়েব আহমদ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তাজ উদ্দিন, বড়লেখা সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সিরাজ উদ্দিন, সেন্ট দ্বিতীয় জনপল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফাদার দীপক কস্তা ও উত্তর শাহবাজপুর ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সেলিম আহমদ খান। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন আদিবাসী যুব ফোরামের সভাপতি পারমিশন গাসা, খাসিয়া স্টুডেন্ট ইউনিয়ন সিলেট শাখার সভাপতি লবিংশন পন্ডা প্রমুখ। পরে আদিবাসী শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.