Sylhet Today 24 PRINT

এই ঈদেও জমজমাট পোষাকের কেনাকাটা

নিজস্ব প্রতিবেদক |  ১১ আগস্ট, ২০১৯

আগে কেবল ঈদ-উল ফিতরেই পোষাকের দোকানগুলোতে ভিড় জমতো ক্রেতাদের। রমজান মাসের শেষের ওই ঈদের জন্যই সারাবছর অপেক্ষায় থাকতেন পোষাক বিক্রেতারা। দিন বদলেছে। বদলেছে মানুষের কেনাকাটার ট্রেন্ডও। এখন ঈদুল আযহায় ফ্যাশন হাউসগুলোতে ভিড় করেন ক্রেতারা।

এবারের ঈদুল আযহার ঠিক আগ মূহূর্তে সিলেটের নামী ফ্যাশন হাউসগুলোতে দেখা গেছে ক্রেতাদের ভিড়। পশুর হাটের পাশাপাশি ফ্যাশন হাউসগুলোতেই ভিড় জমাচ্ছেন ক্রেতারা।
মধ্যরাত পর্যন্ত চলছে কেনাকাটা।

শনিবার রাতে সিলেট নগরীর জিন্দাবাজার, নয়াসড়ক, জেলরোড, কুমারপাড়ার ফ্যাশন হাউসগুলোতে দেখা গেছে জমজমাট কেনাবেছা।

উচ্চবিত্ত ও উচ্চমধ্যবিত্ত শ্রেণীর ক্রেতারাই এই ঈদে বেশি  কেনাকাটা করছেন বলে জানিয়েছেন বিক্রেতারা।

এবার ঈদে পাঞ্জাবি, শাড়ি ও বাচ্চাদের পোষাক বেশি বিক্রি হচ্ছে বলে জানিয়েছেন তারা।

নগরীর নয়াসড়কের মাহা ফ্রাশন হাউসের ব্যবস্থাপক আব্দুল কাদির জানান, অন্যান্য বছর সাধারণত ঈদ-উল ফিতরেই ফ্যাশন হাউসগুলোতে কেনাকাটার ধুম পড়ে। এবার ঈদুল আযহায়ও অনেকে পোষাক কিনছেন। ঈদ-উল ফিতরের মতো না হলেও এই ঈদেও ভালোই বিক্রি হচ্ছে।

আমাদের প্রত্যাশা থেকেও এবারের ঈদের বাজারে ক্রেতা সমাগম বেশি। ঈদের বিক্রি গতবারের চেয়ে অনেক ভালো হচ্ছে এবার।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.