Sylhet Today 24 PRINT

সিলেটের শাহী ঈদগাহে ঈদুল আযহার নামাজ আদায়

নিজস্ব প্রতিবেদক |  ১২ আগস্ট, ২০১৯

প্রাচীনতম ঈদগাহ হিসেবে পরিচিত সিলেটের শাহী ঈদগাহে লাখো মানুষ ঈদুল আযহার নামাজ আদায় করেছেন।

সোমবার (১২ আগস্ট) সকাল ৮টার ঈদ জামাতে নামাজ আদায় করেন জনপ্রতিনিধি, রাজনীতিবিদ ও প্রশাসনের শীর্ষ ব্যক্তিসহ অসংখ্য মানুষ। ঈদের এ নামাজে ইমামতি করেন  বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম হাফিজ মাওলানা কামাল উদ্দিন। এর আগে বয়ান রাখেন মাওলানা মোস্তাক আহমদ।

টিলায় সবুজে আচ্ছাদিত পরিবেশে শাহী ঈদগাহে ঈদের নামাজে জমায়েত মানুষের সারি পার্শ্ববর্তী কয়েকটি রাস্তা জুড়ে ছড়িয়ে পড়ে। সপ্তদশ শতাব্দীতে নির্মিত প্রাচীন ঐতিহ্যের নিদর্শন শাহী ঈদগাহে এবারে ঈদের জামাতে সিলেটের বিভিন্নস্থান থেকে জড়ো হন অসংখ্য মানুষ।

সকাল সাড়ে ৮টায় টিলাগড় শাহ মাদানী ঈদগাহ ময়দান, বিভাগীয় কমিশনার কার্যালয়ের জামে মসজিদ, দরগাহে হযরত শাহজালাল (রহ.) মাজারের মসজিদ প্রাঙ্গণে ঈদুল আযহার জামাত সকাল ৮টায় , হযরত শাহপরান (রহ.) মাজারের মসজিদ প্রাঙ্গণে সকাল ৮টা ৩০ মিনিটে। এছাড়াও বরইকান্দি শাহী ঈদগাহ ময়দান, সিলেট সদর উপজেলার সাহেববাজার শাহী ঈদগাহে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

এদিকে আঞ্জুমানে খেদমতে কুরআন সিলেটের উদ্যোগে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে ঈদের জামাত সকাল ৭টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত হয়। আলিয়া মাঠে মহিলাদের জন্যও ঈদের নামাজ পড়ার ব্যবস্থা রাখা হয়।

এছাড়াও সিলেট নগরীর বন্দরবাজারস্থ কুদরত উল্লাহ জামে মসজিদে তিনটি জামাত অনুষ্ঠিত হয়। এসব জামাত সকাল সাড়ে ৭টা, সাড়ে ৮টা ও ৯টায় অনুষ্ঠিত হয় এ সকল জামাত।

কোর্টপয়েন্টস্থ কালেক্টরেট জামে মসজিদে সকাল ৮টায়, কাজিরবাজার মাদরাসায় সকাল সাড়ে ৭টায়, শেখঘাটস্থ শেখ ছানা উল্লাহ জামে মসজিদে সকাল ৮টায়, কালিঘাটস্থ নবাবী মসজিদে সকাল ৮টায়, মাছিমপুরস্থ শেখ মৌলভী ওয়াকফ এস্টেট মসজিদে সকাল ৮টায়, খাসদবির মাদরাসা মাঠে প্রথম জামাত সকাল সাড়ে ৭টায় ও দ্বিতীয় জামাত সকাল ৮টায় অনুষ্ঠিত হয়।

এছাড়া পাঠানটুলা নবাবী শাহী ঈদগাহে সকাল ৮টায়, পশ্চিম পীরমহল্লায় সকাল ৮টায়, ভার্থখলা জামে মসজিদে সকাল ৮টায়, দক্ষিণ সুরমার সিলাম শাহী ঈদগাহে সকাল ৭টায় ও সকাল ৮টায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

তথ্যমতে, এবার সিলেট নগরের ২৪৪টি ঈদগাহ ও মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এছাড়া সিলেট জেলার ১০৬৫টি ঈদগাহ ও মসজিদে ঈদের জামাত আদায় করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.