Sylhet Today 24 PRINT

২৪ ঘন্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণে নগরীতে কাজ করছেন ১২০০ শ্রমিক

নিজস্ব প্রতিবেদক |  ১২ আগস্ট, ২০১৯

সিলেট নগরীতে কোরবানির বর্জ্য অপসারণে কাজ করছেন ১২০০ জন শ্রমিক। সিটি করপোরেশন এলাকায় ২৪ ঘণ্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণের লক্ষ্য বাস্তবায়নে কাজ করছেন তারা।

সোমবার (১২ আগস্ট) দুপুর ১২টা থেকে মঙ্গলবার (১৩ আগস্ট) দুপুর ১২টার মধ্যে সিটি করপোরেশন এলাকার কোরবানির বর্জ্য অপসারণ করা হবে।

সিলেট সিটি করপোরেশনের পরিচ্ছন্ন শাখার কর্মকর্তা হানিফুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, এবার নগরের ২৭টি ওয়ার্ডের ৩০টি স্থান পশু কোরবানির জন্য নির্ধারিত ছিল। দুপুরের মধ্যে সেসব স্থান থেকে বর্জ্য সংগ্রহ করা হয়েছে। সন্ধ্যায় আবার সেসব স্থান থেকে বর্জ্য সংগ্রহ করা হবে। বাকি এলাকাগুলোতে কোরবানির বর্জ্য জমলে সিটি করপোরেশন কর্তৃপক্ষকে অবহিত করা হলে সেগুলো পরিচ্ছন্ন করার ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, বেলা আড়াইটার মধ্যে সিটি করপোরেশন এলাকার ৯০ শতাংশ পশুর হাটের বর্জ্য অপসারণ করা হয়েছে। রাতের মধ্যেই পরিচ্ছন্নতার কাজ শেষ করা যাবে বলে আশা করা যাচ্ছে।

সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, বর্জ্য অপসারণে করপোরেশনের ১০টি পানিবাহী যানের সঙ্গে নিয়মিত ৫৫০ জন পরিচ্ছন্নতাকর্মী এবং আরও ৬৫০ জন চুক্তিভিত্তিক কর্মী কাজে নেমেছেন। বর্জ্য অপসারণে নগরে ব্যবহার করা হচ্ছে ৫০টি ট্রাক।

সোমবার দুপুর ১২টায় নগরের সর্ববৃহৎ পশুর হাট কাজীর বাজার এলাকায় পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়। এ সময় সড়কে জমে থাকা পশুর বর্জ্য পানি দিয়ে পরিষ্কার করে কাজের উদ্বোধন করেন সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।

এ সময় মেয়র বলেন, সিটি করপোরেশন এলাকার কোরবানির বর্জ্য ২৪ ঘণ্টার মধ্যে অপসারণ করা হবে। গত বছরও সিটি করপোরেশন কোরবানির বর্জ্য অপসারণের কাজ ২৪ ঘণ্টার মধ্যে সফলভাবে শেষ করেছিল।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.