Sylhet Today 24 PRINT

যুবলীগ নেতা জাহাঙ্গীর পুলিশ এসল্ট মামলায় কারাগারে

সিলেটটুডে ডেস্ক |  ১৪ আগস্ট, ২০১৯

সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও জেলা যুবলীগ নেতা জাহাঙ্গীর আলমকে পুলিশ এসল্ট মামলায় কারাগারে পাঠানো হয়েছে।

বুধবার (১৫ আগস্ট) দুপুরে সিলেট মহানগর হাকিম আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে বিচারক তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।

এর আগে জাহাঙ্গীর উচ্চ আদালত থেকে জামিনে ছিলেন জাহাঙ্গীর।

আদালত সূত্রে জানা যায়, ২ জুলাই খাদিমপাড়ায় জেলা যুবলীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী এডভোকেট আফছর আহমদ ও জাহাঙ্গীর আলম গ্রুপের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় পুলিশের উপরও আক্রমণ হয়। এ ঘটনায় কয়েকজন পুলিশ সদস্যও আহত হন। পরে শাহপরান থানা পুলিশ বাদী হয়ে একটি এসল্ট মামলা দায়ের করেন।

এই মামলায় জাহাঙ্গীর আলমসহ কয়েকজন উচ্চ আদালত থেকে আগাম জামিন নেন। জামিনের মেয়াদ শেষ হলে বুধবার জাহাঙ্গীর সিলেটের মুখ্য হাকিম আদালতে হাজির হয়ে স্থায়ী জামিনের আবেদন করেন। আদালত আবেদন নামঞ্জুর করে তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.