Sylhet Today 24 PRINT

সিরিজ বোমা হামলার বিচার অবশ্যই হবে: পরিকল্পনা মন্ত্রী

সুনামগঞ্জ প্রতিনিধি |  ১৭ আগস্ট, ২০১৯

পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান বলেছেন, ২০০৫ সালের ১৭ আগস্ট দেশব্যাপী সিরিজ বোমা হামলার ঘটনার বিচার অবশ্যই হবে। আইন অনুযায়ী এ ধরনের সব ঘটনার বিচার হবে। আমরা আইনের বিচারে বিশ্বাসী। এর জন্য ধৈর্য ও সহিষ্ণুতা প্রয়োজন।

শনিবার (১৭ আগস্ট) দুপুরে সুনামগঞ্জ সরকারি মহিলা কলেজে নারী শিক্ষার অগ্রগতি বিষয়ক এক আলোচনা সভা এবং শিক্ষা ও সাংস্কৃতিক সপ্তাহ-২০১৯ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

এমএ মান্নান বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার ধৈর্য ও সহিষ্ণুতা রয়েছে। আপনারা নিশ্চিত থাকতে পারেন সিরিজ বোমা হামলাকারীদের বিচার হবে। হামলাকারীরা নিজেদের জানান দিতে ৬৩ জেলায় ওই হামলা করেছিল। তাদের আমরা খুঁজে বের করবো। আইন অনুযায়ী তাদের উচিত শাস্তি দেওয়া হবে।’

আলোচনা সভায় সভাপতিত্ব করেন সুনামগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর পরাগ কান্তি দে। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ, পরিকল্পনামন্ত্রীর স্ত্রী জুলেকা মান্নান, জেলা উদীচীর সভাপতি শীলা রায়, সুনামগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ নীলিমা চন্দ, সিভিল সার্জন ডা. আশুতোষ দাস প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.