Sylhet Today 24 PRINT

সিলেটে ৩ দিনব্যাপী জন্মাষ্টমী পালন করবে ইসকন

নিজস্ব প্রতিবেদক |  ১৮ আগস্ট, ২০১৯

শনিবার (২৪ আগস্ট) শুভ জন্মাষ্টমী। ভগবান শ্রীকৃষ্ণের শুভ আবির্ভাব তিথি সেদিন। সনাতন ধর্মাবলম্বীদের পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ৫২৪৫তম জন্মাষ্টমী উপলক্ষে ইসকন সিলেট মন্দিরে তিন দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

কর্মসূচির মধ্যে রয়েছে ২৩ আগস্ট (শুক্রবার) সকাল ৯ টায় জন্মাষ্টমী শোভাযাত্রা ও সন্ধ্যা সাড়ে ৭ টায় জন্মাষ্টমীর শুভ অধিবাস।

ইসকন সিলেট মন্দির সূত্রে জানা যায়, শুক্রবার (২৩ আগস্ট) শোভাযাত্রাটি নগরীর কাজলশাহস্থ ইসকন মন্দির থেকে বের হয়ে রিকাবীবাজার-চৌহাট্টা-জিন্দাবাজার-নাইওরপুল -বন্দর-তালতলা-মির্জাজাঙ্গাল-রিকাবীবাজার হয়ে আবার ইসকন মন্দিরে গিয়ে শেষ হবে।

পরদিন শনিবার (২৪ আগস্ট) সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত কীর্তন মেলা, সন্ধ্যা ৭ টায় শ্রী শ্রী গৌরসুন্দরের আরতি, রাত সাড়ে ৭ টায় সাংস্কৃতিক অনুষ্ঠান, রাত ১০ টায় মহা অভিষেক অনুষ্ঠান, ও রাত সাড়ে ১২ টায় অনুকল্প প্রসাদ বিতরণ।

শেষদিন রোববার (২৫ আগস্ট) নন্দোৎসব ও ইসকন প্রতিষ্ঠাতা আচার্য শ্রীল প্রভুপাদের ১২৩তম শুভ আবির্ভাব তিথি মহোৎসব। এ উপলক্ষে দুপুর পর্যন্ত উপবাস।

এছাড়া বেলা ১১ টায় অভিষেক অনুষ্ঠান, দুপুর ১টায় মহিমা কীর্তন, দুপুর ১টা ৪৫ মিনিটে শ্রীল প্রভুপাদের চরণকমলে সহস্র লাল গোলাপ নিবেদন, দুপুর ২ টায় মহাপ্রসাদ বিতরণ, বেলা ৩ টায় অফারিং সেটার পাঠ, সন্ধ্যা ৭ টায় গৌরসুন্দরের আরতি, রাত সাড়ে ৭ টায় শ্রীল প্রভুপাদ কথামৃত, রাত ৮টা ৪৫ মিনিটে শ্রীল প্রভুপাদের উদ্দেশ্যে ১২৩ পাউন্ড ওজনের কেক নিবেদন, রাত ৯ টায় সাংস্কৃতিক অনুষ্ঠান।

প্রসঙ্গত, সনাতন ধর্মাবলম্বীরা জানেন মনে করেন, আসুরিক রাজাদের অবাঞ্ছিত সামরিক শক্তির প্রভাবে একসময় পৃথিবী যখন ভারাক্রান্ত হয়ে উঠেছিল তখন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এই দিনে পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের এই আবির্ভাব তিথিকে ভক্তরা শুভ জন্মাষ্টমী হিসেবে উদযাপন করে থাকেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.