Sylhet Today 24 PRINT

শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে সুনামগঞ্জে আলোচনা সভা

সুনামগঞ্জ প্রতিনিধি |  ২৩ আগস্ট, ২০১৯

শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে সুনামগঞ্জের হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের (ধর্ম বিষয়ক মন্ত্রণালয়) আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৩ আগস্ট) দুপুর ১২টায় সুনামগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ।

সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পুলিশ সুপার মো. মিজানুর রহমান ও সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত।

মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জের শ্রী শ্রী রামকৃষ্ণ মিশনের শ্রীমৎ স্বামী হৃদয়ানন্দ মহারাজ।

আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন স্থানীয় সরকার উপপরিচালক মোহাম্মদ এমরান হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শরীফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার  হায়াতুন নবী, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ দিলীপ মজুমদার, অ্যাডভোকেট পরিতোষ রায়, অবসরপ্রাপ্ত শিক্ষক যোগেশ্বর দাশ, অ্যাডভোকেট নগেন্দ্র কুমার তালুকদার, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি দীপক ঘোষ, সুনামগঞ্জ পূজা উদযাপন পরিষদের সভাপতি বিমান কান্তি রায়, সাধারণ সম্পাদক বিমল বনিক, সুনামগঞ্জ জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি অ্যাডভোকেট গৌরাঙ্গ পদ দাসসহ অন্যান্যরা।

সভায় স্বাগত বক্তব্য দেন মন্দিরভিত্তিক শিশু শিক্ষা কার্যক্রমের সহকারী প্রকল্প পরিচালক রবিন আচার্য্য। অনুষ্ঠান সঞ্চালনা করেন সুবিমল চক্রবর্তী চন্দন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.