Sylhet Today 24 PRINT

মানবতার কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: শফিক চৌধুরী

বিশ্বনাথ প্রতিনিধি  |  ২৩ আগস্ট, ২০১৯

আনন্দ-উৎসবের মধ্য দিয়ে সিলেটের বিশ্বনাথে সনাতন হিন্দু ধর্মের প্রবর্তক ও প্রাণপুরুষ মহাবতার পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী পালন করা হয়েছে। দিবসটি উপলেক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়।

শুক্রবার সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে শোভাযাত্রাটি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এরআগে সকাল ১০টায় উপজেলা পরিষদ মাঠে আলোচনা সভার আয়োজন করে ‘উপজেলা জন্মাষ্ঠী উদযাপন পরিষদ’। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরী।  

বক্তব্যে শফিক চৌধুরী বলেন, ‘ধর্ম যার যার আর রাষ্ট্র সবার’। আর সে লক্ষেই আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খৃষ্টনসহ সকল জাতি ও গোস্টির উন্নয়নে কাজ করে যাচ্ছেন। কাজেই শুধু শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালনে ঐক্যবদ্ধ হলে চলবে না। সকল ভেদাভেধ ভুলে মানবতার কল্যাণে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি শংকর দাস শংকুর সভাপতিত্বে, সাধারণ সম্পাদক কানু রঞ্জন দে ও যুগ্ম-সম্পাদক বিভাংশু গুন বিভুর যৌথ পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এসএম নুনু মিয়া, থানার ওসি শামীম মূসা, বিশ্বনাথ সদর ইউনিয়নের চেয়ারম্যান ছয়ফুল হক, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম-সম্পাদক আমির আলী চেয়ারম্যান, রামসুন্দর সরকারি অগ্রগামী মডেল উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক নবেন্দু জ্যোতি দে, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সহ-সভাপতি  রুপক কুমার দে, সাধারণ সম্পাদক সমরেন্দ্র বৈদ্য সমর, সিলেট জেলা পূজা উদযাপন পরিষদের কার্যনির্বাহী সদস্য নিশি কান্ত পাল, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অজিত কুমার পাল, সাধারণ সম্পাদক জয়ন্ত কুমার দাশ, জন্মাষ্টমী উদযাপন পরিষদের উপদেষ্টা রনজিৎ গোস্বামী, উপজেলা সহকারী শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক বাবুল কান্তি দাশ, উপজেলা ছাত্রলীগের সভাপতি শীতল বৈদ্য। সভার শুরুতে গীতা পাঠ করেন সাবেক শিক্ষক নেহার রঞ্জন চক্রবর্তী।

বক্তব্য রাখেন উপজেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের যুগ্ম সম্পাদক নন্দ লাল বৈদ্য, কাজল মালাকার, সাংগঠনিক সম্পাদক নেপাল দে, কোষাধ্যক্ষ শুভরাজ চন্দ, উপজেলা হিন্দু মহাজোটের সাধারণ সম্পাদক বিভাষ দে। এসময় বিভিন্ন সংগঠনের পক্ষে বক্তব্য রাখেন শশাংক বৈদ্য (কালীগঞ্জ), সুবিনয় মালাকার (বৈরাগী বাজার), নির্মল চন্দ্র সরকার (কৃপাখালী), মিহির বৈদ্য (কালীগঞ্জ কালীবাড়ি), বাবুল কান্তি দাশ মেঘল (ইলিমপুর), অজিত দেব (ধীতপুর), রিপন চন্দ্র দাশ  (টেংরা), অজিত দেব (ইসকন), অজয় দেব (জানাইয়া), প্রমেশ পাল (সমসপুর), নকুল বর্ধন (দশঘর), বিজন দাশ (বাবুনগর), নিরঞ্জন মনি বিশ্বাস (পুরাণ হাবড়া), শিমুল দাশ (শ্রীকৃষ্ণ যুব সংঘ), সুমন দেব (সনাতনী), পুলক সিংহ (রাধা-গোবিন্দ যুব সংঘ)।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.