Sylhet Today 24 PRINT

সিলেটে প্রথমবারের মতো শুরু হয়েছে টেকসই মৎস্য সম্মেলন

নিজস্ব প্রতিবেদক |  ২৫ আগস্ট, ২০১৯

সিলেটে প্রথমবারের শুরু হয়েছে তিনদিনব্যাপী আন্তর্জাতিক টেকসই মৎস্য সম্মেলন। রোববার (২৫ আগস্ট) সকালে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের মৎস্য অনুষদের আয়োজনে নগরীর একটি কনভেনশন হলে এ সম্মেলনের উদ্বোধন করা হয়।

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মো মতিউর রহমান হাওলাদারের সভাপতিত্বে আন্তর্জাতিক টেকসই মৎস্য সম্মেলনের উদ্বোধন করেন কৃষিমন্ত্রী ড. মো আব্দুর রাজ্জাক এমপি।

এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী মো. আশরাফ আলী খান খসরু। সম্মেলনে ১৩ টি দেশের ৩০ জন সদস্য এতে অংশ নেন।

সম্মেলনে বক্তারা বলেন, “এই আয়োজনের মাধ্যমে বিভিন্ন দেশের সমস্যা সম্ভাবনার অভিঙ্গতা একে অন্যের সাথে বিনিময়ের মধ্যদিয়ে নতুন পথ প্রদর্শিত হবে। সেই সাথে দেশের মৎস্য সম্পদ বৃদ্ধিতে এই অভিজ্ঞতা কাজে লাগিয়ে বিভিন্ন প্রতিষ্ঠান নতুন নতুন পদ্ধতি উদ্ভাবন করতে উৎসাহীত হবে।”

বক্তারা আরও বলেন, “মিঠা পানির মাছ উৎপাদন বৃদ্ধির সাথে সাথে দেশের সামুদ্রিক মৎস্য গবেষণায় এটি মাইল ফলক হয়ে উঠবে এ ধরনের আয়োজন।”

আগামী মঙ্গলবার (২৭ আগস্ট) সন্ধ্যায় সুনামগঞ্জের টাংগুয়ার হাওরে গবেষণা পরিদর্শনের মধ্য দিয়ে এ সম্মেলনের সমাপ্তি ঘটবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.