Sylhet Today 24 PRINT

জৈন্তাপুরে সীমান্তে ৩৩ বস্তা সুপারি জব্দ

জৈন্তাপুর প্রতিনিধি |  ২৫ আগস্ট, ২০১৯

জৈন্তাপুর উপজেলা সীমান্তে ভারত থেকে চোরাইপথে আসা ৩৩ বস্তা পচা সুপারিসহ ১টি ডিআই গাড়ি জব্দ করেছে ১৯ বর্ডার গার্ড বাংলাদেশর (বিজিবি) সদস্যরা।

রোববার (২৫ আগস্ট) বিকাল ৫ টায় গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি'র জৈন্তাপুর ক্যাম্প কমান্ডারের নেতৃতে উপজেলার সিলেট-তামাবিল মহাসড়কের ফেরিঘাট নামক এলাকায় অভিযান পরিচালনা করে এসব জব্দ করা হয়।এসময় পচা সুপারি চোরাচালানের সঙ্গে জড়িত কাউকে পাওয়া যায়নি।

নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় লোকজন জানান, জৈন্তাপুর সীমান্ত এলাকা এখন চোরাকারবারিদের অভয়ারণ্য হয়ে উঠেছে। এ সীমান্ত এলাকা দিয়ে নিয়মিত বাংলাদেশে ঢুকছে ভারতীয় গরু, মহিষ, সুপারি এবং বিভিন্ন ধরণের মাদকদ্রব্য। জৈন্তাপুর সীমান্ত থেকে ১টি ডিআই গাড়ি দিয়ে ৩৩ বস্তা সুপারি সিলেট শহরে নিয়ে যাওয়ার সময় বিজিবি সদস্যরা তাদের আটক করে।

এবিষয়ে ১৯ বিজিবির জৈন্তাপুর ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার বলেন,  গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সিলেট-তামাবিল মহাসড়কের ফেরিঘাট নামক এলাকায় অভিযান পরিচালনা করে ৩৩ বস্তা সুপারি সহ ১টি ডিআই গাড়ি আটক করে ক্যাম্পে নিয়ে আসি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.