Sylhet Today 24 PRINT

এবার হজযাত্রায় কোনও যাত্রী হয়রানির শিকার হননি: বিমান প্রতিমন্ত্রী

হবিগঞ্জ প্রতিনিধি |  ৩০ আগস্ট, ২০১৯

শিগগিরই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তৃতীয় টার্মিনাল নির্মাণের কাজ শুরু হবে বলে জানিয়েছেন বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী। তিনি বলেছেন, ‘শাহজালাল বিমানবন্দরে যাত্রীসেবার মান আগের চেয়ে অনেক উন্নত হয়েছে। বর্তমানে কোনও যাত্রীর লাগেজ যাতে খোয়া না যায়, সেজন্য সার্বক্ষণিক মনিটরিং হয়। তৃতীয় টার্মিনাল নির্মিত হলে সেবার মান আরও বাড়বে।’

শুক্রবার (৩০ আগস্ট) বিকালে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার আহমদাবাদ ইউনিয়নে স্কুল ও রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি একথা জানান।

মো. মাহবুব আলী বলেন, ‘এবার হজযাত্রায় কোনও যাত্রী হয়রানির শিকার হননি। অত্যন্ত সুষ্ঠু ও সুন্দর পরিবেশে হজযাত্রীদের সেবা দেওয়া হয়েছে। আর এ কাজ সার্বক্ষণিক মনিটর করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।’

যাত্রীসেবার মান বৃদ্ধি অব্যাহত থাকবে জানিয়ে তিনি আরও বলেন, ‘শুধু হজের ক্ষেত্রে নয়, সবসময় যাত্রীদের প্রত্যাশা অনুযায়ী সেবা দেওয়ার চেষ্টা করা হচ্ছে।’

এ সময় চুনারুঘাট উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদির লস্কর, হবিগঞ্জ স্থানীয় সরকারের উপপরিচালক মো. নূরুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার মামুন ইকবাল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আকবর হোসেন জিতু প্রমুখ উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.