Sylhet Today 24 PRINT

বাঙালির সংকটে-সংগ্রামে নজরুল পরম আশ্রয়

সিলেটটুডে ডেস্ক |  ৩১ আগস্ট, ২০১৯

প্রধান আলোচকের বক্তব্য দেন লেখক ও গবেষক অধ্যাপক ড. আবুল ফতেহ ফাত্তাহ

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নজরুল একাডেমি কর্তৃক আয়োজিত আলোচনা সভায় বক্তারা বলেছেন, নজরুলের জীবন ও কর্ম আমাদের অনন্ত অনুপ্রেরণার উৎস। বাঙালির সংকটে-সংগ্রামে তিনি পরম আশ্রয়।

শুক্রবার (৩০ আগস্ট) জিন্দাবাজারস্থ নজরুল একাডেমি মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বক্তারা বলেন, নজরুলের সৃষ্টি কর্মে যে দ্রোহ শোষণমুক্তির চেতনা জ্বলে উঠেছিল আমাদেরকে তা হৃদয়ে ধারণ করতে হবে।

তরুণ প্রজন্মের উদ্দেশ্যে বক্তারা বলেন, নজরুলকে পঠন-পাঠনের কোন বিকল্প নেই। তার সমাজ চিন্তাকে হৃদয়ে লালন করার মাধ্যমে এদেশকে এগিয়ে নিতে হবে।

বক্তারা বলেন, বাঙালির সাহস এবং প্রতিবাদের আরেক নাম কাজী নজরুল ইসলাম, যার লেখনিতে আমাদের নিত্য দিনের সকল আবেগ জড়িয়ে আছে।

একাডেমির সভাপতি সৈয়দ মিসবাহ উদ্দিন আহমদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কাউন্সিলর রেজওয়ান আহমদের পরিচালনায় প্রধান আলোচক ছিলেন লেখক ও গবেষক অধ্যাপক ড. আবুল ফতেহ ফাত্তাহ। অতিথি ছিলেন নজরুল একাডেমি সিলেটের অধ্যক্ষ হিমাংশু বিশ্বাস, লেখক সাংবাদিক আফতাব চৌধুরী। স্বাগত বক্তব্য দেন একাডেমির কোষাধ্যক্ষ মো. আমিনুল ইসলাম।

এছাড়াও নজরুল এর জীবন ও কর্মের উপর বক্তব্য দেন একাডেমির কার্যনির্বাহী সদস্য প্রণব কান্তি দেব। আলোচনা সভা শেষে একাডেমির শিক্ষার্থীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন একাডেমির সদস্য শামসুল বাসিত শেরো, আহমদ জুলকারনাইন, মাহবুব চৌধুরী, মো. ফয়সল ইউসুফ, আশরাফ হোসেন আরমান, মঞ্জুর কাদির শাফি প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.