Sylhet Today 24 PRINT

জাফলংয়ে ভূমি সচিবের বিদ্যালয় পরিদর্শন

গোয়াইনঘাট প্রতিনিধি |  ৩১ আগস্ট, ২০১৯

সিলেটের গোয়াইনঘাটের পূর্ব জাফলং গুচ্ছগ্রাম বেসরকারি  প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেছেন সরকারের  ভূমি মন্ত্রণালয়ের সচিব মো. মাকসুদুর রহমান পাটোয়ারী। পরিদর্শনকালে তিনি বিদ্যালয়ে বটবৃক্ষের চারা রোপণ করেন।

শনিবার (৩১ আগস্ট) বিকেল ৫টায় গুচ্ছগ্রাম প্রাথমিক বিদ্যালয়ে পরিদর্শনকালে তিনি বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিবাদকদের সাথে কথা বলেন।

এসময় ভূমি মন্ত্রণালয়ের সচিব মো. মাকসুদুর রহমান পাটোয়ারী বলেন, বর্তমান  সরকার শিক্ষা ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন করে যাচ্ছেন। অত্র এলাকার শিক্ষার্থীদের প্রাথমিক স্তরের শিক্ষা লাভের সুযোগ করে দিতে গুচ্ছগ্রাম প্রাথমিক বিদ্যালয়ের ভূমি জটিলতা নিরসন করতে ভূমি মন্ত্রণালয় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। তাই শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে পাঠাতে অত্রাঞ্চলের অভিভাবকদের আহ্বান জানান।

এসময় অন্যান্যের মধ্যে  উপস্থিত ছিলেন, ভূমি মন্ত্রণালয়ের উপ সচিব মো. দৌলতুজ্জামান খান, সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক মো. আবুল কালাম, গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার বিশ্বজিত কুমার পাল, সহকারী কমিশনার (ভূমি) নাজরাতুন নাঈম, জাফলং টুরিস্ট পুলিশের ইনচার্জ রতন শেখ, জাফলং যুবলীগের আহ্বায়ক আফাজ উদ্দিন, গুচ্ছগ্রাম প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি মো. করিম মাহমুদ লিমন, প্রধান শিক্ষক সোহেল আহমদসহ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.