Sylhet Today 24 PRINT

কমলগঞ্জে শারদীয় দুর্গা পূজা উপলক্ষে প্রস্তুতি সভা

কমলগঞ্জ প্রতিনিধি |  ০৬ সেপ্টেম্বর, ২০১৯

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে কমলগঞ্জে পূজা উদযাপন পরিষদের উদ্যোগে উপজেলার ১৩৫টি সার্ব্বজনীন পূজামন্ডপ কমিটির সভাপতি/সম্পাদকদের নিয়ে প্রস্তুতিমূলক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

শুক্রবার (৬ সেপ্টেম্বর) দুপুরে ভানুগাছ বাজারস্থ কমলগঞ্জ কেন্দ্রীয় দুর্গাবাড়ি প্রাঙ্গনে এ সভা হয়েছে। কমলগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শংকর লাল সাহার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র দাশের সঞ্চালনায় সভায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) সুধীন চন্দ্র দাশ, মৌলভীবাজার জেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি অধ্যাপক মোহন চন্দ্র দেব।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাংবাদিক প্রনীত রঞ্জন দেনাথ, পতনউষার ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান নারায়ন মল্লিক সাগর, শিক্ষক প্রমোদ চন্দ্র দেবনাথ, বিজিত চন্দ্র পাল, পঙ্কজ ভট্রাচার্য, ইউপি সদস্য সুনিল মালাকার, পূজা উদযাপন পরিষদের নেতা প্রত্যুষ ধর, রঞ্জিত অধিকারী, সঞ্জয় দেবনাথ, সুশেন কুমার সিংহ অলক দেব, প্রত্যুষ কুমার সিংহ, প্রতাপ শব্দকর প্রমুখ। সভায় কমলগঞ্জ উপজেলার ১৩৫টি সার্ব্বজনীন পূজামন্ডপে আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে কতিপয় সিদ্ধান্ত গৃহীত হয় এবং শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কমপক্ষে তিন দিনের রাষ্ট্রীয় ছুটি ঘোষনা করার জন্য বক্তারা সরকারের প্রতি জোর দাবি জানান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.