Sylhet Today 24 PRINT

বড়লেখায় আশা’র স্বাস্থ্য কর্মসূচির উদ্বোধন

বড়লেখা প্রতিনিধি |  ০৭ সেপ্টেম্বর, ২০১৯

‘সেবা নিন, সুস্থ থাকুন’ এই স্লোগানে মৌলভীবাজারের বড়লেখায় বেসরকারি সংস্থা আশার উদ্যোগে স্বাস্থ্য কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

শনিবার (৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় উপজেলার দক্ষিণভাগে আশা শাখা কার্যালয়ে কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠান হয়। আশা আজিমগঞ্জ স্বাস্থ্য কেন্দ্র এ অনুষ্ঠানের আয়োজন করে।

এ উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন আশার মৌলভীবাজার জেলা ব্যবস্থাপক তৌফিক উদ্দিন আহম্মদ। আশার জেলা কার্যালয়ের সহকারী প্রকৌশলী আব্দুল মুহিতের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় ইউপি চেয়ারম্যান আজির উদ্দিন।

বিশেষ অতিথির বক্তব্য দেন আশা সিলেটের অতিরিক্ত বিভাগীয় ব্যবস্থাপক মো. কামরুল হাসান, দক্ষিণ এনসিএম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসুক আহমদ, দক্ষিণভাগ বাজার বণিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক অনুকুল চন্দ্র দেব, গণমাধ্যমকর্মী তপন কুমার দাস প্রমুখ। আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন আশার চিকিৎসক সঞ্জয় রায়।

এসময় উপস্থিত ছিলেন আশার জুড়ী আঞ্চলিক ব্যবস্থাপক চন্দ্রহাস সিংহ, বড়লেখা শাখার ব্যবস্থাপক প্রদীপ কুমার সিংহ, আজিমগঞ্জ শাখার ব্যবস্থাপক মদন গোপাল সিংহ, জুড়ী সদর শাখার ব্যবস্থাপক অলক কান্তি দাস, স্থানীয় কাজী হুমায়ুন রশীদ চৌধুরী, অবসরপ্রাপ্ত শিক্ষক মতিলাল দাস চৌধুরী, দক্ষিণ এনসিএম উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্য আমির উদ্দিন প্রমুখ। এদিন ২০ জনকে বিনামূল্যে ডায়াবেটিস নির্ণয় ও প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

উল্লেখ্য, আশা আজিমগঞ্জ স্বাস্থ্য কেন্দ্রের আওতায় বড়লেখা উপজেলার দক্ষিণভাগ, সুজানগর, দক্ষিণভাগ উত্তর ও জুড়ী উপজেলার পূর্ব জুড়ী ইউনিয়নের প্রান্তিক মানুষকে সেবা প্রদান করা হবে। এ কর্মসূচিতে আশা নিজস্ব চিকিৎসকদ্বারা কম ফিতে পরামর্শ, রোগ নির্ণয় ও কমমূল্যে ওষুধ সরবরাহ করবে। এছাড়া মুঠোফোনে স্বাস্থ্য বিষয়ক যেকোনো পরামর্শও দেওয়া হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.