Sylhet Today 24 PRINT

কমলগঞ্জে দুর্ধর্ষ চুরি

কমলগঞ্জ প্রতিনিধি |  ০৭ সেপ্টেম্বর, ২০১৯

মৌলভীবাজারের কমলগঞ্জে এক বাড়িতে দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে। শুক্রবার (৬ সেপ্টেম্বর) রাতে উপজেলার পতনঊষার ইউনিয়নের বৈদ্যনাথপুর গ্রামের চিকিৎসক আব্দুল মালিকের ঘরের দরজা ভেঙ্গে নগদ অর্থসহ লক্ষাধিক টাকার মালামাল চুরি হয়।

জানা যায়, গভীর রাতে অস্ত্রধারী চোরের দল ঘরের সামনের কাঠের দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে। এসময় চোরচক্র আলমিরা ভেঙে নগদ ৩৮ হাজার টাকা, এক ভরি স্বর্ণালঙ্কার, একটি হাত ঘড়ি ও একটি মোবাইল ফোন নিয়ে যায় । শব্দ পেয়ে ঘরের মালিক চিকিৎসক আব্দুল মালিক জেগে উঠে হাল্লা চিৎকার করলে আশপাশের লোকজন আসলে চোরচক্র দ্রুত পালিয়ে যায়। খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন পুলিশ ।

এ ব্যাপারে শমশেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ অরুপ কুমার চৌধুরী বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। ক্ষতিগ্রস্তরা লিখিত অভিযোগ দিলে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।


টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.