Sylhet Today 24 PRINT

জকিগঞ্জের গুচ্ছগ্রামে অগ্নিকাণ্ডে নারী-শিশুসহ ৩ জন দগ্ধ

জকিগঞ্জ প্রতিনিধি |  ০৮ সেপ্টেম্বর, ২০১৯

জকিগঞ্জের আটগ্রামে সরকারি গুচ্ছগ্রামে শনিবার রাতে অগ্নিকান্ডের ঘটনায় একই পরিবারের ১ শিশু ও ২ নারী দগ্ধ হয়েছেন। তারা হলেন, গুচ্ছগ্রামের মৃত মখদ্দছ আলীর স্ত্রী রুশনা বেগম (৪৫), মেয়ে ফাতিহা বেগম (২২) ও বুশরা বেগম (৩)।

জানা গেছে, শরিবার রাত ৩টার দিকে আটগ্রামের সরকারি গুচ্ছগ্রামের একটি ঘরে কয়েলের আগুন থেকে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণ করলেও এতে ৩ বছর বয়সী একটি শিশু, তার মা ও নানী দগ্ধ হন। দগ্ধ অবস্থায় জকিগঞ্জ থানা পুলিশ শিশুসহ ৩ জনকে উদ্ধার করে জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক, পুলিশ ও স্থানীয়দের আর্থিক সহযোগিতায় সিলেট এমএজি ওসমানী হাসপাতালে প্রেরণ করেন। বর্তমানে তারা ওসমানীর ৫ম তলার ২৩ নং ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে।

অগ্নিদগ্ধ ৩ জনের মধ্যে শিশু কন্যা বুশরা (৩) ও তার মা ফাতিহার অবস্থা খুবই আশঙ্কাজনক। তাদের শরীরের বেশীরভাগ অংশ আগুনে পুড়ে গেছে। সিলেট ওসমানী হাসপাতালের চিকিৎসকরা তাদেরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণের কথা বলেছেন। কিন্তু আর্থিকভাবে অসচ্ছল থাকার কারণে তারা ঢাকায় গিয়ে উন্নত চিকিৎসা করানো সম্ভব হচ্ছে না। আহতরা সরকারি সহযোগিতাসহ সমাজের বিত্তবানদের কাছে সাহায্য কামনা করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.