Sylhet Today 24 PRINT

ফেঞ্চুগঞ্জ টোল প্লাজায় দুদকের অভিযান

ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি |  ০৮ সেপ্টেম্বর, ২০১৯

সিলেটে-মৌলভীবাজার আঞ্চলিক সড়কের কুশিয়ারার নদীর টোল প্লাজায় অভিযান চালিয়েছে দুদক।  

রোববার (০৮ সেপ্টেম্বর) দুপুরে টোলবক্সে অভিযান চালায় সিলেট জেলা দুর্নীতি দমন কমিশন। অভিযানে দুদক দল টোল বক্সে বৈধতা, টোল আদায়ের হিসাবসহ কর্মরতদের নিয়োগ বৈধতার ব্যাপারে তদন্ত চালান।

টোলবক্সের দায়িত্বরত ম্যানেজার শহিদুল ইসলাম দুদকের কর্মকর্তাদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। তবে তার কাছ থেকে কোনো সদুত্তর পাওয়া যায়নি বলে জানান দুদক কর্মকর্তারা।

প্রায় দুই ঘণ্টার তদন্ত শেষে দুদকের সিলেট জেলা সমন্বয় কার্যালয়ের সহকারী পরিচালক মোস্তফা বুরহান উদ্দিন আহমেদ জানান, এখানে নির্দেশ দেওয়া হয়েছে রেজিস্ট্রার বুকে টাকার হিসাব সংরক্ষণ করতে ও নির্দিষ্ট টোল রশিদ ব্যবহার করতে। কিন্তু এই টোল প্লাজায় এসব ব্যাপারে অনেক সমস্যা আছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রতিবেদন পাঠানো হবে।

অভিযানে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশন সিলেট জেলা সমন্বয় কার্যালয়ের উপ সহকারী পরিচালক মোহাম্মদ আশরাফ উদ্দিন ও অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.