Sylhet Today 24 PRINT

হবিগঞ্জ জেলা আনসার ভিডিপির বৃক্ষরোপণ

হবিগঞ্জ প্রতিনিধি |  ০৯ সেপ্টেম্বর, ২০১৯

হবিগঞ্জে জেলা আনসার ভিডিপির উদ্যোগে গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।

সোমবার (৯ সেপ্টেম্বর) দুপুরে এই কর্মসূচীর উদ্বোধন করেন জেলা কমান্ডেন্ট তানজিনা বিনতে এরশাদ।

এরআগে দুপুরে আনসার ভিডিপির জেলা কার্যালয় থেকে একটি র‌্যালি বের করে শহর প্রদক্ষিণ করে। র‌্যালিতে জেলার ৯টি উপজেলার আনসার ভিডিপি কর্মকর্তা, প্রশিক্ষক, ইউনিয়ন দলপতি, আনসার কমান্ডারসহ ৫ শতাধিক আনসার সদস্য উপস্থিত ছিলেন। পরে নিজ কার্যালয়ের সামনে উপস্থিত আনসার সদস্যদের উদ্দেশ্যে বক্তব্য দেন জেলা কমান্ডেন্ট তানজিনা বিনতে এরশাদ।

এ সময় তিনি বলেন, প্রত্যেককে ৫টি করে গাছের চারা রোপণ করতে হবে। পরিবেশ, প্রকৃতিকে বাঁচানোর জন্য আমাদের প্রত্যেককে এ দায়িত্ব পালন করতে হবে। সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করলে এটি সহজ হবে। একজনের ৫টি করে গাছ লাগানো খুব কঠিন কাজ নয়। এ সময় তিনি আনসার সদস্যদের মাঝে গাছের চারা বিতরণ করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.