Sylhet Today 24 PRINT

বৃক্ষ ভিক্ষার গাছ রোপণ করল দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীরা

ভূমিসন্তান বাংলাদেশ

সিলেটটুডে ডেস্ক |  ১১ সেপ্টেম্বর, ২০১৯

সিলেটের দৃষ্টি প্রতিবন্ধীদের প্রতিষ্ঠান গ্রিন ডিজঅ্যাবল ফাউন্ডেশন (জিডিএফ) এর শিক্ষার্থীরা রোপণ করেছে সিলেটের পরিবেশবাদী সংগঠন ‘ভূমিসন্তান বাংলাদেশ’ এর বৃক্ষ ভিক্ষার গাছ।
 
বুধবার (১১ সেপ্টেম্বর) দুপুরে সিলেট নগরীর জিন্দাবাজার এলাকার প্রতিষ্ঠানটির কার্যালয়ে ১০ জন দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী নিজ হাতে সংগঠনটি থেকে দেওয়া ১০টি ফলজ ও ঔষুধী গাছ রোপণ করেন।

পরিবেশবাদী সংগঠনটির ‘বৃক্ষ ভিক্ষা’ কর্মসূচি থেকে প্রাপ্ত বৃক্ষ রোপণের তৃতীয় ধাপে জিডিএফ এর আহ্বানে এ কর্মসূচি পালিত হয়েছে।

কর্মসূচিতে সহযোগিতা করে সিলেটের পরিবেশবাদী সংগঠন গ্রিন এক্সপ্লোর সোসাইটি, সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বন বিদ্যা ও পরিবেশ বিজ্ঞান বিভাগ, সিলেটের টেলিভিশন সাংবাদিকদের সংগঠন ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (ইমজা), সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রাণী অধিকার বিষয়ক সংগঠন প্রাধিকার।

দুপুর ১২টায় নগরের জিন্দাবাজার এলাকার জিডিএফ এর কার্যালয়ের প্রাঙ্গণে বৃক্ষ রোপণ কর্মসূচির শুরুতে সংক্ষিপ্ত সভা হয়। সভায় জিডিএফ-এর নির্বাহী পরিচালক বায়েজিদ খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন ভূমিসন্তান বাংলাদেশের সমন্বয়ক আশরাফুল কবির, জিডিএফ এর প্রধান উপদেষ্টা সমিক শহিদ জাহান, গ্রিন এক্সপ্লোর সোসাইটির সভাপতি মো. হাসনাইন আহম্মেদ, ভূমিসন্তান বাংলাদেশের সংগঠন আনিস মাহমুদ, সংস্কৃতি ও পরিবেশকর্মী বিমান তালুকদার, স্বপন মাহমদু, জিডিএফ-এর ব্যবস্থাপক ও পরিবেশকর্মী রিপন চৌধুরী।

বক্তারা বলেন, পরিবেশ রক্ষায় সকলকে বৃক্ষ রোপণে এগিয়ে আসতে হবে। পরিবেশকে বাঁচতে বৃক্ষ রোপণের বিকল্প নেই। বৃক্ষ রোপণের মাধ্যমে বিপন্ন হওয়া পরিবেশ বাঁচাতেই ভূমিসন্তান বাংলাদেশের জনসচেতনতা ও গাছ লাগানোয় উৎসাহ দিতে বৃক্ষ ভিক্ষা কর্মসূচি পালন করেছে। এ কর্মসূচি আমাদেরকে শিক্ষা দেয়। আমাদেরকে সচেতন করে। এমন কর্মসূচি যাতে সারা দেশে ছড়িয়ে পরে এমন উদ্যোগ গ্রহণের আহবান জানান বক্তারা।

এসময় উপস্থিত ছিলেন, গ্রিন ডিজেবল ফাউন্ডেশনের শিক্ষক নমিতা রানী দে, সাবিনা ইয়াসমিন, খালেদা আক্তার রিবা, ইমজা সদস্য রুহিন আহমদ, পরিবেশ কর্মী সোহাগ যাদু, তৌহিদুল ইসলাম রুবেল, মাহবুব রাসেল, অলোক চৌধুরী, ঝুমা আহমেদ, প্রমিত আকাশ, ফারজানা তাবাসসুম ঐশী প্রমুখ।

নিজ হাতে গাছ লাগিয়ে কর্মসূচিতে অংশগ্রহণ করেন দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী কয়েস মিয়া, সমী রঞ্জন বিশ্বাস, রোকসানা বেকম, তাবাসসুম ফেরদৌস চাঁদনী, মৌমি আক্তার, নাদিয়া বেগম, শোয়ব হোসেন, কামরান হোসেন, রিয়া বেগম, শুভা।  এসময় বৃক্ষ রোপণে অংশ নেওয়া শিক্ষার্থীরা সকলকে পরিবেশ রক্ষায় গাছ লাগানোর আহ্বান জানান। কর্মসূচির শুরুতে গান পরিবেশন করেন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

সিলেটে অনুষ্ঠিত বিভাগীয় বৃক্ষমেলায় সংগঠনের পক্ষ থেকে ‘বৃক্ষ ভিক্ষা’ কর্মসূচি পালন করেছিল। এতে পরিবেশপ্রেমীদের কাছ থেকে ৭৫০টি বৃক্ষ অনুদান হিসেবে পায় সংগঠনটি। এসব অনুদান গত ১ সেপ্টেম্বর সিলেটের খাদিমনগর দলই পাড়া এলাকার প্রফুল্ল পাত্র প্রাথমিক বিদ্যালয়ে রোপণের মধ্য দিয়ে কর্মসূচি শুরু করে দ্বিতীয় ধাপে গত ৮ সেপ্টেম্বর সিলেট সরকারি উচ্চবিদ্যালয়ে মাঠে বৃক্ষ রোপণ করা হয়। ক্রমান্বয়ে সিলেটের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে এ কর্মসূচি পালিত হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.