Sylhet Today 24 PRINT

জৈন্তাপুরে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল: ফতেপুর ইউনিয়ন চ্যাম্পিয়ান

জৈন্তাপুর প্রতিনিধি |  ১২ সেপ্টেম্বর, ২০১৯

প্রতিভাবান ফুটবলার খুঁজে বের করার লক্ষ্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় উদ্যাগে দ্বিতীয় বারের মতো জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনূর্ধ্ব-১৭)-২০১৯ জৈন্তাপুর উপজেলার আন্তঃ ইউনিয়ন পর্যায়ে ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে।

বুধবার (১১ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৪টায় বাংলাদেশ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধিনে জৈন্তাপুর রাজবাড়ী মাঠে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনূর্ধ্ব-১৭) আন্তঃ ইউনিয়ন পর্যায়ের ফাইনাল খেলা সম্পন্ন হয়। গত ৩ দিন থেকে উপজেলার ৬টি ইউনিয়নের মধ্যে ফুটবল খেলা অনুষ্ঠিত হয়ে আসছে। এ খেলায় অপরদলকে পরাজিত করে ফাইনাল খেলায় ফতেপুর ইউনিয়ন দল মুখোমুখি হয় চিকনাগুল ইউনিয়ন দলের সাথে। ফাইনাল খেলায় ফতেপুর ইউনিয়ন টিম চিকনাগুল ইউনিয়ন টিমকে ৪-০ গোলে পরাজিত করে উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ান হয়।

খেলার প্রথমার্ধে ফতেপুর দলের খেলোয়াড় নাজিমের কর্নার শর্ট যথাযথ কাজে লাগিয়ে ১০নং জার্সী পরিহিত খেলোয়াড় আলমগীর হোসেন গোল করে দলকে ১-০ গোলো এগিয়ে নেয়। পরে ১৫ মিনিটের মধ্যে ফতেপুর ইউনিয়ন দলের খেলোয়াড় ১৫নং জার্সী পরিহিত খেলোয়াড় মোঃ আব্দুল্লাহ’র শর্টে ২য় গোল করে দলকে ২-০ গোলে এগিয়ে নেয়। খেলার ২৭ মিনিটের সময় ফতেপুর দলের বেষ্ট খেলোয়ার ৯নং জার্সী পরিহিত খেলোয়াড় নাজিম উদ্দিন ৩য় গোল উপহার দিয়ে দলকে ৩-০ গোলে দলকে এগিয়ে নেয়। অপর দিকে খেলার দ্বিতীয়ার্ধে ১৫ মিনিটের মধ্যে ফের ৯নং জার্সি পরিহিত খেলোয়াড় নাজিম উদ্দিন ৪র্থ গোল উপহার দিয়ে ফতেপুর ইউনিয়ন দলকে ৪-০ গোল এগিয়ে নেয়। এ খেলার ম্যান অব দ্যা ম্যাচ অর্জন করেন ৯নং জার্সী পরিহিত খেলোয়াড় নাজিম উদ্দিন। খেলার শেষ মুহুর্তে পর্যন্ত ভাল খেলা উপহার দিলেও একটিও গোল পরিশোধ করতে পারেনি চিকনাগুল ইউনিয়ন টিম। রেফারী হিসাবে খেলা পরিচালনা করেন তৈয়বুর রহমান, সহকারি রেফারী হিসাবে তৈয়বুর রহমানকে সহযোগিতা করেন মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ ও নিজাম উদ্দিন এবং ৪র্থ রেফারী হিসাবে ছিলেন বশির উদ্দিন।

খেলায় পুরস্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মৌরীন করিম বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের ডেপুটি কমান্ডর আনোয়ার হোসেন, জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ শ্যামল বণিক, ইউপি চেয়ারম্যান এখলাছুর রহমান, জৈন্তাপুর উপজেলা যুবলীগের আহবায়ক আনোয়ার হোসেন, ইউ/পি সদস্য আমিনুর রশিদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা এ.কে.এম আজাদ ভূইয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল কাহির (পঁচা), মোঃ ইয়াহিয়া প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.