Sylhet Today 24 PRINT

সৌদি থেকে নির্যাতনের শিকার হয়ে ফিরলেন সিলেটের আরও ৪ নারী

নিজস্ব প্রতিবেদক |  ১২ সেপ্টেম্বর, ২০১৯

মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার গুলনাহার (ছদ্মনাম) (৩৮)। মাত্র ছয় মাস আগে গৃহকর্মীর কাজ নিয়ে পাড়ি জমিয়েছিলেন সৌদি আরবে। কিন্তু ভাগ্য তার সহায় হয়নি। নিয়োগকর্তার নির্যাতনের পর পায়ে গুরুত্বর আঘাত নিয়ে দেশে ফিরেছেন গুলনাহার।

গুলনাহারের মত সৌদিতে নিয়োগকর্তার নির্যাতনের শিকার হয়ে ফিরেছেন ১৮ নারী। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সকাল ৮টা ৪০ মিনিটে আমিরাত এয়ারওয়েজ EK-৫৮২ বিমানে দেশে ফিরেন তারা।

ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের দেওয়া তথ্য অনুযায়ী, দেশে ফেরা ১৮ জনের মধ্যে সিলেট বিভাগের আছে ৪ জন। এর মধ্যে হবিগঞ্জ জেলার ২জন, সিলেট জেলার ১জন ও মৌলভীবাজারের ১জন। দেশে ফেরার আগে কর্মীরা নিয়োগকর্তা কর্তৃক নির্যাতনের শিকার হয়ে তারা সবাই আশ্রয় নিয়েছিলেন বাংলাদেশ দূতাবাসের সেইফ হোমে।

এ ব্যাপারে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের প্রধান শরিফুল হাসান বলেন, আজ ভোর সৌদিআরব থেকে ফিরেছেন ১৮ জন নারী। যারা ফিরেছেন সবাই সৌদিতে গৃহকর্তা কর্তৃক নির্যাতনের শিকার হয়ে দেশে ফিরেছেন। এদের মধ্যে সিলেট বিভাগের ৪ জন নারী ফিরেছেন। তাদের মধ্যে মৌলভীবাজারের একজন নারী পায়ে গুরুত্বর আঘাত নিয়ে দেশে ফিরেছেন। আমাদের হিসেব অনুযায়ী গত ৯ মাসে সৌদি থেকে নির্যাতনের শিকার হয়ে দেশে ফিরেছেন ৮৫০জন।  




টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.