Sylhet Today 24 PRINT

মাধবপুরে মোটরসাইকেলের সিটের নিচ থেকে ফেন্সিডিল উদ্ধার

মাধবপুর প্রতিনিধি |  ১৩ সেপ্টেম্বর, ২০১৯

হবিগঞ্জের মাধবপুর উপজেলার সীমান্তবর্তী ধর্মঘর এলাকা থেকে মোটরসাইকেলের সিটের নিচে করে ভারতীয় ফেন্সিডিল পাচারের সময় টহল বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) হাতে দুই ব্যক্তি আটক হন ।

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে ধর্মঘর-মোহনপুর রাস্তা থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়।
 
আটককৃতরা হলেন বি বাড়ীয়া জেলার আশুগঞ্জ উপজেলার চরচারতলা গ্রামের জয়নাল আবেদীনের ছেলে জামাল মিয়া(৪০) ও একই গ্রামের মৃত কাজী ফাইজুর  রহমানের ছেলে কাজী শরিফুল ইসলাম (২৬)।

জানা যায়, ধর্মঘর বিওপির নায়েক শহিদুল ইসলামসহ একদল বিজিবি মোহনপুর সীমান্ত থেকে ধর্মঘর বাজারে আসার পথে ধর্মঘর-মোহনপুর রাস্তা  উল্লেখিত  দুই মোটর সাইকেল আরোহীকে সন্দেহজনকভাবে আটক করে। তাদের বহনকারী মোটর সাইকেল তল্লাসি করে সিটের নিচে লুকিয়ে রাখা ৪১ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করে।

৫৫ বিজিবির অধিনায়ক লে. কর্নেল জাহিদুর রশিদ পিএসসি এর সত্যতা নিশ্চিত করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.