Sylhet Today 24 PRINT

বিশ্বনাথের নিখোঁজ ফরিদের লাশ মিললো স্লোভাকিয়ার জঙ্গলে

জাহাঙ্গীর আলম খায়ের, বিশ্বনাথ |  ১৪ সেপ্টেম্বর, ২০১৯

অবশেষে নিখোঁজের ১১দিন পর সিলেটের বিশ্বনাথের সাবেক ব্যাংক কর্মকর্তা ফরিদ উদ্দিন আহমদের (৩৫) লাশ স্লোভাকিয়ার স্টরিনা নামক জঙ্গলে পাওয়া গেছে। গত ১ সেপ্টেম্বর ইউক্রেন থেকে ফ্রান্স যাবার পথে স্লোভাকিয়ার ওই জঙ্গল থেকে নিখোঁজ হন তিনি। নিহত ফরিদ সিলেটের বিশ্বনাথ উপজেলা সদরের পার্শ্ববর্তী কারিকোনা গ্রামের সমশাদ আলী ও সমরুন নেছা দম্পতির বড় ছেলে।

বৃহস্পতিবার রাতে যুক্তরাজ্যের লন্ডন শহর থেকে ফরিদের চাচা আলকাছ আলী আওলাদ ওই দেশে গিয়ে ফরিদের লাশ সনাক্ত করেন। বিষয়টি নিশ্চিত করেছেন বাড়িতে থাকা নিহত ফরিদের চাচাতো ভাই হাবিব আহমদ।

হাবিব জানান, লন্ডনে থাকা তাদের এক আত্মীয় স্লোভাকিয়ার একটি অনলাইন নিউজ পোর্টালে সংবাদ দেখে নিখোঁজ ফরিদের চাচা আলকাছ আলীকে জানান। তারপর ই-মেইলের মাধ্যমে ওই দেশের পুলিশের সঙ্গে যোগাযোগ করেন আলকাছ আলীর বন্ধু লন্ডনের সিআইডি পুলিশ মুন্নী আক্তার। পরবর্তীতে সিআইডি পুলিশ মুন্নিকে সঙ্গে নিয়ে স্লোভাকিয়ায় গিয়ে সে দেশের পুলিশের সহায়তায় ফরিদের লাশ সনাক্ত করেন।

এদিকে নিহত ফরিদের লাশ সনাক্ত করার খবরে তার পরিবারের পাশাপাশি কারিকোনা গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। তার অপর ৫ ভাই ও এক বোনসহ পরিবারের সদস্যরা বাকরুদ্ধ হয়ে পড়েছেন। আর ফরিদের ষাটোর্ধ বাবা ও পঞ্চাশোর্ধ মা ছেলের শোকে বারবার মূর্ছা যাচ্ছেন। ফরিদের স্ত্রী স্কুল শিক্ষিকা সেলিনা বেগম ৩ বছর বয়সী ইরা তাসফিয়া নামের একমাত্র মেয়েকে কোলে নিয়ে চোখের পানি ফেলছেন।

চুক্তি ভঙ্গ করে তার ছেলেকে দালাল মেরে ফেলেছে বলে অভিযোগ করেন নিহত ফরিদের বাবা সমশাদ আলী।

তার সঙ্গে কথা বলে জানাগেছে, ২০১৮ সালে অনুষ্ঠিত ফুটবল বিশ্বকাপ দেখতে প্রথমে রাশিয়া যান ফরিদ। খেলা শেষ হওয়ার মাসখানেক পর তিনি রাশিয়ায় অবস্থানরত লিটন বড়ুয়ার সঙ্গে ৭লাখ টাকার চুক্তিতে প্রথমে ইউক্রেন যান। আর চুক্তিমতে তার পরিবার লিটন বড়ুয়ার সহকর্মী সিলেটের বিয়ানীবাজারের কামাল আহমদের কাছে টাকা জমা রাখেন। ইউক্রেনে কয়েক মাস অবস্থান করার পর গত ১ সেপ্টেম্বর চুক্তি অনুযায়ী ওই দালালের মাধ্যমে ইউক্রেন থেকে ফ্রান্স যাত্রা করেন। কিন্তু তার অপর পাঁচ সঙ্গী ও দালাল ফ্রান্সে গিয়ে পৌঁছলেও যাত্রাপথে স্লোভাকিয়ার জঙ্গলে নিখোঁজ হন তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.