Sylhet Today 24 PRINT

দেশকে এগিয়ে নিতে হলে প্রবাসীদের মূল্যায়ন করতে হবে: রাবেল

গোলাপগঞ্জ প্রতিনিধি |  ১৪ সেপ্টেম্বর, ২০১৯

সিলেটের গোলাপগঞ্জ পৌরসভার মেয়র আমিনুল ইসলাম রাবেল বলেছেন, দেশকে এগিয়ে নিয়ে যেতে হলে প্রবাসীদের মূল্যায়ন করতে হবে। প্রবাসীরা আমাদের দেশের সম্পদ। তাদের অক্লান্ত পরিশ্রমের ফলে আমাদের অর্থনীতি এগিয়ে যাচ্ছে।

শুক্রবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে আমুড়া ইউপির উদ্যোগে আয়োজিত যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার তাজ উদ্দিন শাহকে নাগরিক সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।

রাবেল আয়োজকদের এমন উদ্যোগের ভূয়সী প্রশংসা করে বলেন, প্রবাসীরা দেশে যখন আসবেন তাদেরকে অবশ্যই সম্মান প্রদর্শন করতে হবে।

আমুড়া ইউপির চেয়ারম্যান রুহেল আহমদের সভাপতিত্বে ও ইউপি সদস্য মতিউর রহমান তুহিনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন গোলাপগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান মনসুর আহমদ, গোলাপগঞ্জ পৌরসভা প্যানেল মেয়র হেলালুজ্জামান হেলাল।

বক্তব্য দেন সংবর্ধিত অতিথি ব্যারিস্টার তাজ উদ্দিন শাহ, ইউপি সদস্য আব্দুল গাফফার কুটি, কামরান আহমদ, লকুছ মিয়া, আব্দুল খালিক, নিজাম উদ্দিন, সাবেক ইউপি সদস্য আব্দুল কুদ্দুছ।

এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক জাহেদুর রহমান জাহেদ, সুলতান আবু নাসের, ফখরুল ইসলাম শাকিল, উপজেলা ছাত্রলীগ নেতা সাকিল হোসেন, নয়ন মালাকার আপু, নাহিদ জামান প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.