Sylhet Today 24 PRINT

শ্রীমঙ্গলে বিপন্ন প্রজাতির হনুমান বিদ্যুৎস্পৃষ্ট

শ্রীমঙ্গল প্রতিনিধি  |  ১৪ সেপ্টেম্বর, ২০১৯

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় এক গাছ থেকে অন্য গাছ অতিক্রম করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হয়েছে বিপন্ন প্রজাতির চশমাপরা হনুমান।

শনিবার (১৪ সেপ্টেম্বর) সকালে উপজেলার রাধানগরের নতুনপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

শ্রীমঙ্গল রাধানগরের ইকো কটেজের মালিক সামসুল হক বলেন, সকালে এক গাছ থেকে অন্য গাছে যাওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হয়ে হনুমানটি বনের একটি লেবু গাছের ডালে চুপচাপ বসে ছিল। তার বাম চোখে আঘাতের চিহ্ন দেখা গেছে। হনুমানটিকে উদ্ধার করে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া দরকার।

এ ব্যাপারে যোগাযোগ করা হলে মৌলভীবাজার বন্যপ্রাণী রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা মোনায়েম হোসেন বলেন, আমরা বানরটি উদ্ধারে লোক পাঠিয়েছিলাম তবে বানরটি কিছুটা সুস্থ হয়ে বনের গাছের উপরে চলে যাওয়ায় আমরা বানরটিকে ওখানেই রেখে এসেছি।

চশমাপড়া হনুমানের ইংরেজি নাম Phayre’s Leaf Monkey। মুখের চারপার্শ্বে বিস্তৃত সাদা রঙের বলয় সুস্পষ্ট গোলাকার চোখ থাকার ফলে তার নামকরণ হয়েছে চশমাপরা হনুমান। এরা সাধারণত দিবাচর এবং বৃক্ষবাসী। প্রধানত দলবেধে ঘুরে বেড়ায়। কখনো আবার জোড়ায় থাকে। মিশ্র চির সবুজ বনে এরা চলাফেলা করে এবং উচু ডালে লাফিয়ে বেড়ায়। এদের দৈর্ঘ্য প্রায় ৫৬ সেন্টিমিটার।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.