Sylhet Today 24 PRINT

দিরাইয়ে ডাকাত গ্রেপ্তার

দিরাই প্রতিনিধি |  ১৫ সেপ্টেম্বর, ২০১৯

সুনামগঞ্জের দিরাইয়ে চোরাইকৃত মালামাল সহ আন্তঃজেলা ডাকাত দলের সদস্যকে গ্রেপ্তার করেছে দিরাই থানা পুলিশ।

শনিবার (১৪ জুলাই) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার গচিয়া গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তারকৃত সুজন আহম্মদ সেবুল (২৮) সিলেটের বিশ্বনাথ উপজেলার বৈরাগী গ্রামের হোসেন খানের ছেলে।

দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি)  কেএম নজরুল ইসলাম আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, গত ৯ আগস্ট রাতে চোরেরা দিরাই বাজারস্থ বসন বিপণীর উপরের টিন কেটে নগদ টাকা,  মোবাইলসহ বিভিন্ন মালামাল নিয়া যায়। শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে দিরাই থানার এসআই রুপক কর্মকার, এসআই জিয়াউল করিম, এসআই জহর লাল দত্তসহ পুলিশের একটি দল নিয়ে দিরাই উপজেলার গচিয়া গ্রামে অভিযান চালিয়ে একাধিক ডাকাতি মামলার আসামী সুজনকে বসনকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে বিপণী থেকে চোরাইকৃত মোবাইল ও সিগারেট জব্দ করা হয়।

ডাকাত সুজন আহম্মদ সেবুলের বিরুদ্ধে দিরাই, ছাতক  ও বিশ্বনাথ থানায় দায়েরকৃত ৭টি ডাকাতি মামলা আদালতে বিচারাধীন রয়েছে বলে জানান তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.