Sylhet Today 24 PRINT

তাহিরপুরে বিদেশি মদের চালানসহ মাদক ব্যবসায়ী আটক

সুনামগঞ্জ প্রতিনিধি |  ১৭ সেপ্টেম্বর, ২০১৯

সুনামগঞ্জের তাহিরপুরের শীর্ষ মাদক ব্যবসায়ী আবদুর রাজ্জাক ওরফে ‘অফিসার্স রাজ্জাক’ কে বিদেশি মদের চালানসহ ফের আটক করা হয়েছে।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) ভোররাতে উপজেলার কামড়াবন্দ গ্রামে পুলিশ ব্লক রেইড দিয়ে তাকে আটক করে।

মাদকসেবীদের নিকট বিশেষভাবে পরিচিত রাজ্জাক ও তার সহযোগীরা বিপুল পরিমাণ বিদেশি মদের চালানসহ কমপক্ষে ১০ থেকে ১২ বার পুলিশের হাতে আটক হয়েছে।

রাজ্জাক উপজেলার বাদাঘাট উত্তর ইউনিয়নের কামড়াবন্দ গ্রামের প্রয়াত হাছেন আলীর ছেলে।,

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওসির নেতৃত্বে তাহিরপুর থানা ও বাদাঘাট পুলিশ ফাঁড়ির সদস্যরা কামড়াবন্দ রাজ্জাকের বাড়িতে মাদক বিক্রয়কালে সোমবার মধ্যরাতে ব্লক রেইড দিয়ে তল্লাশি চালান। রাতভর তল্লাশি শেষে মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) ভোররাতে গ্রামবাসীর উপস্থিতিতে রাজ্জাকের বসতবাড়িতে থাকা পুকুরের পানির নিচে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা বিপুল পরিমাণ বিদেশি মদ ও বিয়ার জব্দ করা হয়।

অভিযানে বাদাঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আমির উদ্দিন, এএসআই জহির উদ্দিনসহ ফাঁড়ি ও থানা পুলিশের সদস্যরা অংশ নেন।

অভিযানে চলাকালে রাজ্জাকের মাদক ব্যবসায় পরিবারের অন্য সহযোগীরা ও বহিরাগতরা কৌশলে বাড়ি থেকে পালিয়ে যায়।

তাহিরপুর থানার ওসি মো. আতিকুর রহমান জানান, দীর্ঘ দেড় যুগেরও বেশী সময় ধরে রাজ্জাক এলাকায় এবং এলাকার বাইরে নিজস্ব এজেন্ট নিয়োগ করে বিদেশি মদ-গাঁজার ব্যবসা করে আসছিল।

রাজ্জাক ও তার সহযোগীদের বিরুদ্ধে আদালতে ডজন খানেক মামলা বিচারাধীন রয়েছে বলে জানান ওসি।,

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.