Sylhet Today 24 PRINT

দোয়ারাবাজারে কবিরাজির নামে প্রতারণা, নারী আটক

দোয়ারাবাজার প্রতিনিধি |  ১৭ সেপ্টেম্বর, ২০১৯

সুনামগঞ্জের দোয়ারাবাজার থেকে ভূয়া এক নারী কবিরাজকে আটক করে পুলিশ। মঙ্গলবার দুপুরে ভ’য়া কবিরাজ জোসনা বেগম ও তার স্বামী আবেদ আলী আটক করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ‘আর কবিরাজি করবে না’ মুছলেকা দিয়ে ছাড়া পান এ দু’জন।

দোয়ারাবাজার থানা পুলিশ জানায়, মঙ্গলবার দুপুরে উপজেলার মান্নার গাও ইউনিয়নের কাটাখালী বাজারের পাশ থেকে এ দু’জনকে আটক করা হয়। তারা কাটাখালি গ্রামের বাসিন্দা।

 দোয়ারাবাজার থানা ভারপাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসেম জানান, জোসনা গত ৮ মাস ধরে একটা চক্র তৈরী করে তাদের মাধ্যমে এলাকায় মিথ্যা প্রচারণা চালিয়ে আসছে।

প্রতারক চক্র প্রচার করে- জোসনা ৭ দিন সুরমা নদীর পানি নিচে ছিল সেখান থেকে মাউত্তা তাকে পাটিয়েছে, আবার কোথাও বলেছে জিন্নাতে মমিন তার উপর ভর করেছে মানুষের সেবা করার জন্য। জোসনার  কাছে মানুষ আসলে জটিল ও কঠিন রোগ ভাল হয়।

এমন প্রচারণায় বিভ্রান্ত হয়ে তার বাড়িতে ভীড় করেন অনেকে। এতে লাখ লাখ টাকা কামিয়ে নেই এই চক্র। মঙ্গলবার স্বামীসহ জোসনাকে আটক করে পুলিশ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সোনিয়া সুলতানা বলেন, ভূয়া নারী কবিরাজ ও তার স্বামীর কাছ থেকে মুছলেকা রেখে স্থানীয় ইউপি সদস্য প্রজিত দাশের জিম্মায় দেওয়া হয়েছে। জোসনা ও তার স্বামী অঙ্গিকার করেছে, তারা আর কোন দিন এই ধরনের কবিরাজি করবে না।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.