Sylhet Today 24 PRINT

বড়লেখায় ইভটিজিং ও জঙ্গিবাদের বিরুদ্ধে মতবিনিময় সভা

বড়লেখা প্রতিনিধি |  ১৮ সেপ্টেম্বর, ২০১৯

মৌলভীবাজারের বড়লেখায় সন্ত্রাস, মাদক, বাল্যবিবাহ, ইভটিজিং ও জঙ্গিবাদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বড়লেখা থানার বিট কর্মকর্তার আয়োজনে গত মঙ্গলবার সন্ধ্যায় (১৭ সেপ্টেম্বর) বিকেলে বড়লেখা সদর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন বড়লেখা সদর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মো. সিরাজ উদ্দিন। বিট কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) প্রভাকর রায়ের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সারোয়ার আলম।

বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) সাদেক কাউছার দস্তগীর, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার উদ্দিন, আইনজীবী গোপাল দত্ত, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ, কোয়াবের সভাপতি ছালেহ আহমদ জুয়েল প্রমুখ।

স্বাগত বক্তব্য রাখেন বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াছিনুল হক। সভায় স্থানীয় বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.