Sylhet Today 24 PRINT

কানাইঘাটে থেকে নিঁখোজ রাজমিস্ত্রি জৈন্তাপুর থেকে উদ্ধার

কানাইঘাট প্রতিনিধি |  ২০ সেপ্টেম্বর, ২০১৯

সিলেটের কানাইঘাট থেকে নিখোঁজ হওয়া রাজমিস্ত্রি জহির উদ্দিনকে জৈন্তাপুর উপজেলা থেকে উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার বিকেলে কানাইঘাট থানা পুলিশ প্রযুক্তির সহায়তা নিয়ে জৈন্তাপুর উপজেলার ভেলিবোর্ড স্কুলের পাশ থেকে তাকে উদ্ধার করে।

কানাইঘাট থানার ওসি আনোয়ার জাহিদ জানিয়েছেন, জহির উদ্দিন একজন মানসিক ভারসাম্যহীন ব্যক্তি। তাকে কেউ অপহরণ করেনি। তিনি নিজ ইচ্ছায় জৈন্তাপুর গিয়েছিলেন। আমরা প্রযুক্তির সহায়তা নিয়ে তার অবস্থান নিশ্চিত হয়ে উদ্বার করে জহির উদ্দিনকে তার পরিবারের কাছে ফিরিয়ে দিয়েছি।

উল্লেখ্য, গত রবিবার ১৫ সেপ্টেম্বর কানাইঘাট পৌরসভার রায়গড় গ্রামের মৃত মজর আলীল পুত্র রাজমিস্ত্রি জহির উদ্দিন উরফে জইন উদ্দিন (৪৫) নিখোঁজ হন। নিখেঁজের পরদিন তার পরিবার পক্ষে থেকে কানাইঘাট থানায় সাধারণ ডায়রি করা হয়। ডায়রি করার পর কানাইঘাট থানা পুলিশ নিখোঁজ জহির উদ্দিনেক উদ্ধারের জন্য প্রযুক্তির সহায়তা নিয়ে নিখোঁজের ৪দিন পর তাকে উদ্ধার করতে সক্ষম হন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.