Sylhet Today 24 PRINT

সম্মিলিত নাট্য পরিষদের তিন যুগে যাত্রা

নিজস্ব প্রতিবেদক |  ২০ সেপ্টেম্বর, ২০১৯

সম্মিলিত নাট্য পরিষদ, সিলেটের তিন যুগে যাত্রা উপলক্ষ্যে নগরীতে আনন্দ শোভাযাত্রা করেছে সংগঠনটি। শুক্রবার বিকেল ৪টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এই শোভাযাত্রা শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার শহীদ মিনার প্রাঙ্গনে এসে জড়ো হয়।

এসময় আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট মহানগর পুলিশ কমিশনার গোলাম কিবরিয়া।

সম্মিলিত নাট্য পরিষদের সভাপতি মিশফাক আহমদ মিশুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রজতকান্তি গুপ্তের পরিচালনায় এতে বক্তব্য রাখেন নাট্য পরিষদের প্রাক্তন প্রধান পরিচালক ব্যারিস্টার মোঃআরশ আলী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব আল আজাদ, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সহ সভাপতি মোকাদ্দেস বাবুল, সাংস্কৃতিক সংগঠক এনামুল মুনির, খোয়াজ রহিম সুবুজ প্রমুখ।

বক্তারা সিলেটে সাংস্কৃতিক আন্দোলনে নাট্য পরিষদের অবদানের কথা উল্লেখ করে এই সংগঠনের অগ্রযাত্রা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.