Sylhet Today 24 PRINT

রেজিস্টারি মাঠের সমাবেশকে জনসমুদ্রে পরিণত করতে হবে: কাহের শামীম

সিলেটটুডে ডেস্ক |  ২০ সেপ্টেম্বর, ২০১৯

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিলেট জেলা সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম বলেছেন, বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে ২৪ সেপ্টেম্বর মঙ্গলবার ঐতিহাসিক রেজিস্টারি মাঠে বিএনপির বিভাগীয় মহাসমাবেশকে জনসমুদ্রে পরিণত করতে হবে। সকল উপজেলা ও পৌরসভায় সাধারণ মানুষের সাথে বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের গণসংযোগ বৃদ্ধি করতে হবে। যে কোনও মূল্যে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি, তারেক রহমানের বিরুদ্ধে দেয়া ফরমায়েশি সাজা বাতিল ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে এবং গণতন্ত্র পুনরুদ্ধারের স্বার্থে এই সমাবেশকে সফল করতে হবে।

শুক্রবার (২০ আগস্ট) রেজিস্টারি মাঠে ২৪ সেপ্টেম্বর বিএনপির বিভাগীয় মহাসমাবেশ সফলের লক্ষ্যে জেলা বিএনপির আওতাধীন সকল উপজেলা ও পৌর কমিটির সভাপতি-সাধারণ সম্পাদক সাথে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।

নগরীর সোবহানীঘাটস্থ জেলা সভাপতির বাসভবনে সাধারণ সম্পাদক আলী আহমদের পরিচালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় ২৪ সেপ্টেম্বরের বিভাগীয় মহাসমাবেশ সফল করার জন্য শাখা নেতৃবৃন্দদেরকে প্রয়োজনীয় দিকনির্দেশনা ও প্রচারপত্র প্রদান করা হয়।

সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, জেলা সিনিয়র সহসভাপতি আব্দুল কাহির চৌধুরী, জেলা সহসভাপতি ও বালাগঞ্জ উপজেলা সভাপতি কামরুল হুদা জায়গীরদার, জেলা সহসভাপতি একেএম তারেক কালাম, বিশ্বনাথ উপজেলা সভাপতি জালাল উদ্দিন চেয়ারম্যান, ওসমানীনগর উপজেলা সভাপতি সৈয়দ মোতাহির আলী, জৈন্তাপুর উপজেলা সভাপতি এনায়েত উল্লাহ, ফেঞ্চুগঞ্জ উপজেলা সভাপতি সুফিয়ানুল করিম চৌধুরী, কোম্পানীগঞ্জ উপজেলা সভাপতি মো. শাহাবুদ্দিন, গোলাপগঞ্জ উপজেলা ভারপ্রাপ্ত সভাপতি ডা. আব্দুল গফুর, জেলার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুর রব চৌধুরী ফয়সল, সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ খান জামাল, সদর উপজেলা সাধারণ সম্পাদক আবুল কাশেম, দক্ষিণ সুরমা উপজেলা সাধারণ সম্পাদক শামীম আহমদ, জেলা দপ্তর সম্পাদক এডভোকেট মো. ফখরুল হক, যুব বিষয়ক সম্পাদক লুৎফুর রহমান, স্বাস্থ্য সম্পাদক আ.ফ.ম কামাল, বিয়ানীবাজার পৌর সভাপতি আবু নাসের পিন্টু, বিশ্বনাথ উপজেলা সাধারণ সম্পাদক লিলু মিয়া, জকিগঞ্জ উপজেলা সাধারণ সম্পাদক শফিকুর রহমান, ওসমানীনগরের সাধারণ সম্পাদক তাজ মো. ফখর উদ্দিন, ফেঞ্চুগঞ্জ উপজেলা সাধারণ সম্পাদক তসিলম আহমদ নিহার, জকিগঞ্জ পৌর সাধারণ সম্পাদক আব্দুস শাকুর, বিয়ানীবাজার পৌর সাধারণ সম্পাদক মিজানুর রহমান রুমেল, কোম্পানীগঞ্জ উপজেলা ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলী আকবর, বিএনপি নেতা শাহ আলম স্বপন, মাহবুবুল হক চৌধুরী (ভিপি মাহবুব), জেলা সহদপ্তর সম্পাদক আব্দুল মালেক, বিএনপি নেতা মো. শাহপরান, হেলালুজ্জামান হেলাল, বালাগঞ্জ উপজেলা সাধারণ সম্পাদক মুজিবুর রহমান মুজিব, বিএনপি নেতা চৌধুরী মো. সুহেল, মনিরুজ্জামান উজ্জল, কানাইঘাট পৌর বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান ডিপজল, বিএনপি নেতা জসিম উদ্দিন, আতাউর রহমান, শফিকুর রহমান টুটুল, আব্দুল মজিদ ও শাহীন আহমদ প্রমুখ।

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.