Sylhet Today 24 PRINT

সুনামগঞ্জ সদর হাসপাতালের ‘অনিয়ম ও দুর্নীতির’ বিরুদ্ধে সংবাদ সম্মেলন

সুনামগঞ্জ প্রতিনিধি |  ২১ সেপ্টেম্বর, ২০১৯

আড়াইশ শয্যা বিশিষ্ট সুনামগঞ্জ সদর হাসপাতালের অনিয়ম ও দুর্নীতি বন্ধ করে স্বাস্থ্যসেবা নিশ্চিতের লক্ষ্যে শহরের পুরাতন শিল্পকলা একাডেমি মিলনায়তনে সংবাদ সম্মেলন করেছে দুর্নীতি দমন ও স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ কমিটির সদস্যরা।

শনিবার (২১ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১২টায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের আহ্বায়ক এনাম চৌধুরী, সাবেক পিপি ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ড. খায়রুল কবীর রুমেন, অ্যাডভোকেট রহুল তুহিন, ইয়াকুব বখত বখলুল, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক অ্যাডভোকেট নূরে আলম সিদ্দিকি উজ্জ্বল, অ্যাডভোকেট নূর হোসেন, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি জমসেদ, জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ফারুক আহমদ সুজন, সাবেক ছাত্রলীগ নেতা সিদ্দিক আহমদ, মোজাহিদুল ইসলাম মজনু প্রমুখ।

লিখিত বক্তব্যে সংগঠনের আহ্বায়ক এনাম চৌধুরী বলেন, সদর হাসপাতালে সুচিকিৎসার অভাব, জরুরি বিভাগে ডাক্তার নেই, পুরো হাসপাতালে বিশেষজ্ঞ ডাক্তারের সংকট, ওষুধ স্বল্পতা, অস্বচ্ছ টেন্ডার প্রক্রিয়া, এক্সরে, আল্ট্রাসনোগ্রাম মেশিনের অপারেটর না থাকার বিষয়সহ হাসপাতালে সিন্ডিকেট বাণিজ্য চলছে।

বারবার সদর হাসপাতালের অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন করার পরও কর্তৃপক্ষ কোনও ব্যবস্থা না নেয়ার অভিযোগও করেন তিনি।

লিখিত বক্তব্যে তিনি আরও বলেন, সিভিল সার্জন ডাক্তার আশুতোষ ও তার সিন্ডিকেটের কারণে মানুষ স্বাস্থ্যসেবা পাচ্ছেন না।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.