Sylhet Today 24 PRINT

কমলগঞ্জের কুরমাহাটে চালু হচ্ছে সীমান্ত হাট

কমলগঞ্জ প্রতিনিধি |  ২২ সেপ্টেম্বর, ২০১৯

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার সীমান্তবর্তী ইসলামপুর ইউনিয়নের কুরমাঘাট এলাকায় সীমান্ত হাটের শিগগিরই উদ্বোধন হচ্ছে।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে মৌলভীবাজার জেলা প্রশাসক নাজিয়া শিরিন হাটের স্থান নির্ধারণসহ বিভিন্ন বিষয় পর্যবেক্ষণে কুরমাঘাট এলাকা পরিদর্শন করেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগামী মাসে টেলি-কনফারেন্সে এই সীমান্ত হাটের উদ্বোধন করার সম্ভাবনা রয়েছে।

কুরমাঘাট স্থলবন্দর এলাকার সীমান্ত হাট এলাকা পরিদর্শনের সময় জেলা প্রশাসকের সঙ্গে ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মামুনুর রশীদ, কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হক, সহকারী কমিশনার (ভূমি) নাসরিন চৌধুরী, কুরমা বিজিবির ক্যাম্প কমান্ডার সুবেদার আব্দুর রউপ, ইসলামপুর ইউপি চেয়ারম্যান মো. আব্দুল হান্নান প্রমুখ।

বাণিজ্য সম্প্রসারণ এবং বাংলাদেশ-ভারতের ব্যবসায়ীদের মধ্যে ঐক্য বাড়াতে বর্ডার হাট বা সীমান্ত বাজার চালু হচ্ছে। বর্ডার হাট চালু সংক্রান্ত যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ভারতীয় অর্থায়নে অবকাঠামো নির্মাণ কাজ শিগগিরই শুরু হবে বলে জানা গেছে।

সূত্র জানায়, সীমান্ত এলাকার মানুষের জীবনমান উন্নয়ন এবং তাদের উৎপাদিত পণ্যের বাজারজাতকরণে বাংলাদেশের সঙ্গে ভারতের চারটি বর্ডার হাট রয়েছে। গত কয়েক বছর ধরে হাটের সংখ্যা বাড়ানোর উদ্যোগ থাকলেও শেষ পর্যন্ত তা কার্যকর হয়নি। তবে নতুন আরও ছয়টি বর্ডার হাট চালুর ব্যাপারে দুই দেশই ইতিবাচক মনোভাব নিয়ে প্রথম থেকে কাজ শুরু করে। এরই ধারাবাহিকতায় এবার মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার কুরমাঘাট ও জুড়ী উপজেলার পশ্চিম বিটুলি এলাকায় বর্ডার হাট চালুর কার্যক্রম চলছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.