Sylhet Today 24 PRINT

কমলগঞ্জের ১৪২ মণ্ডপে শারদীয় দুর্গোৎসব

কমলগঞ্জ প্রতিনিধি |  ২২ সেপ্টেম্বর, ২০১৯

ফাইল ছবি

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ১৪২টি সার্বজনীন পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।

আগামী ৪ অক্টোবর মহাষষ্ঠীর মাধ্যমে পূজা শুরু হবে এবং ৮ অক্টোবর বিজয়া দশমী শেষে প্রতিমা বিসর্জনের মাধ্যমে পূজা সমাপ্ত হবে।

সনাতন (হিন্দু) ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব এই শারদীয় দুর্গাপূজা। কমলগঞ্জ উপজেলার ১৪২টি সার্বজনীন পূজামণ্ডপে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে প্রতিমা নির্মাণের কাজ চলছে।

কমলগঞ্জ কেন্দ্রীয় দুর্গাবাড়ির পূজা উদযাপন পরিষদের সভাপতি অলক দেব ও উপজেলার ২নং পতনঊষার ইউনিয়নের লক্ষীপুর সার্বজনীন পূজা মণ্ডপের সাধারণ সম্পাদক সাংবাদিক পিন্টু দেবনাথ জানান, প্রতিমা শিল্পীরা নিপুণ মনে আন্তরিকভাবে প্রতিমা নির্মাণ করছেন। ইতিমধ্যে সকল প্রস্তুতি চলছে।

কমলগঞ্জ উপজেলার ১৪২টি মণ্ডপ ছাড়াও ব্যক্তিগতভাবে ৯টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.