Sylhet Today 24 PRINT

সুনামগঞ্জে পাথর উত্তোলনের সময় নদীতে পড়ে শ্রমিক নিখোঁজ

সুনামগঞ্জ প্রতিনিধি |  ২৮ সেপ্টেম্বর, ২০১৯

সুনামগঞ্জ সদর উপজেলার ছোট বারকি নৌকা দিয়ে চলতি নদীতে পাথর উত্তোলনের সময় পানিতে পড়ে স্রোতের টানে এক শ্রমিক নিখোঁজ হয়েছেন।

শনিবার (২৮ সেপ্টেম্বর) দুপুর ১টায় জাহাঙ্গীর নগর ও সুরমা ইউনিয়নের মধ্যবর্তী ডলুরা এলাকায় এ ঘটনা ঘটে।

নিখোঁজ শ্রমিকের নাম মো. রায়হান উদ্দিন (১৮) বিশ্বম্ভরপুর উপজেলার সলুকাবাদ ইউনিয়নের কাফনা গ্রামের মো. রবি মিয়ার ছেলে।

জানা যায়, ছোট নৌকায় করে প্রতিদিনের মতো চলতি নদীতে আরেক সহকর্মীকে সাথে নিয়ে পাথর উত্তোলন করছিলেন রায়হান। হঠাৎ নৌকা থেকে পানিতে পড়ে স্রোতের টানে পানির নিচে তলিয়ে গিয়ে নিখোঁজ হন।

খবর পেয়ে সুনামগঞ্জ সদর মডেল থানার এসআই মো. জিন্নাতুল ইসলামের নেতৃত্বে পুলিশ ও সিলেট থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে গিয়েছেন বলে জানা যায়। শেষ খবর পাওয়া পর্যন্ত উদ্ধার কাজ চলছিল।

সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো. শহিদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এখনও নিখোঁজ শ্রমিকের সন্ধান পাওয়া যায়নি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.