Sylhet Today 24 PRINT

চার দফা দাবিতে ‘হাওর বাঁচাও, সুনামগঞ্জ বাঁচাও’ আন্দোলনের মানববন্ধন

সুনামগঞ্জ প্রতিনিধি |  ২৮ সেপ্টেম্বর, ২০১৯

কৃষকদের বিনামূল্যে সার, বীজ কীটনাশক সরবরাহ, সুদবিহীন কৃষিঋণ প্রদান, বিগত বছরে সঠিকভাবে কাজ করেছে পিআইসিদের সর্বশেষ কিস্তি পরিশোধ ও চলমান কৃষি সহায়তা কার্ড বাতিল করে প্রকৃত বোরোচাষিদের পৃথক তালিকা প্রণয়নসহ চার দফা দাবিতে সুনামগঞ্জে মানববন্ধন করেছে 'হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও' আন্দোলন।

শনিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে শহরের আলফাত উদ্দিন স্কয়ারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট বজলুল মজিদ চৌধুরী খসরুর সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক সালেহীন চৌধুরী শুভর পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, তাহিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান করুণা সিন্ধু চৌধুরী বাবুল, সংগঠনের সিনিয়র সহ-সভাপতি আবু সুফিয়ান, সাধারণ সম্পাদক বিজন সেন রায়, সদস্য অধ্যক্ষ মো. রবিউল ইসলাম, ইয়াকুব বখত বহলুল, ডা. মোর্শেদ আলম, সাবেক নারী কাউন্সিলর কলি তালুকদার আরতি, সাংগঠনিক সম্পাদক একে কুদরত পাশা, সদর উপজেলা সদস্য সচিব শহীদ নূর আহমেদ, দুর্জয় প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন, উপদেষ্টা পরিষদ সদস্য বিকাশ রঞ্জন চৌধুরী, রমেন্দ্র কুমার দে মিন্টু, সহ-সভাপতি সুখেন্দু সেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক রাজু আহমদ, অর্থ সম্পাদক প্রদীপ পাল, সুনামগঞ্জ পৌর সভার মহিলা কাউন্সিলর শেলী চৌহান, সদর উপজেলা আহ্বায়ক, চন্দন রায়, স্বপন কুমার দাস, আফরোজ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.