Sylhet Today 24 PRINT

জুড়ীতে ১০৮পিস ইয়াবাসহ আটক তিন

জুড়ী প্রতিনিধি |  ০৩ অক্টোবর, ২০১৯

মৌলভীবাজারের জুড়ীতে ১০৮পিছ ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার রাতে জুড়ী উপজেলায় কোনাগাঁও, বিরুইনতলা এবং বেলাগাঁও গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান ছালিয়ে তাদেরকে আটক করা হয়।

জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঈীর হোসেন সরদারের নেতৃত্বে ও তদন্ত অফিসার(ওসি) আমিনুল ইসলামের পরিচালনায় এসআই জাকির হোসেন সহ একদল পুলিশ অভিযান চালিয়ে তাদের কে আটক করা হয়।

এদের মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভূক্ত আসামি ফুলতলা ইউপির কোনাগাঁও গ্রামের মনছুর আলীর ছেলে মকলিছ আলী(৪২)কে ৯৪ পিচ ইয়াবা ট্যাবলেট সহ ফুলতলা বাজার সংলগ্ন কোনাগাঁও গ্রাম থেকে তাকে আটক করা হয়েছে।তার মামলা নং ০২

একই ইউপির বিরুইনতলা গ্রাম থেকে মৃত মরই মিয়ার ছেলে নিমার মিয়া(২৩)কে ৪ পিচ ইয়াবা ট্যাবলেট আটক করা হয়েছে।

আর থানার পশ্চিম বেলাগাঁও গ্রাম থেকে ১০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ হাজী আবুল কাশেমের ছেলে ইব্রাহিম আলী (২৬)কে আটক করা হয়।

পরে তাদের বিরোদ্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ প্রতিরোধ আইনে মামলা করা হয়েছে।

ওসি জাহাঈীর হোসেন সরদার বলেন, আটককৃতদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। বৃহস্পতিবার তাদেরকে আদালতের মাধ্যেমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.