Sylhet Today 24 PRINT

বড়লেখায় ১৩৪ পূজামণ্ডপে চাল বরাদ্দ

বড়লেখা প্রতিনিধি |  ০৩ অক্টোবর, ২০১৯

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মৌলভীবাজারের বড়লেখায় ১৩৪টি সার্বজনীন পূজামণ্ডপে জিআর চাল বরাদ্দের ছাড়পত্র প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (৩ অক্টোবর) বড়লেখা উপজেলা পরিষদ সভাকক্ষে এ উপলক্ষে উপজেলা প্রশাসন অনুষ্ঠানের আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামীম আল ইমরান।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. উবায়েদ উল্লাহ খানের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বড়লেখা উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ তাজ উদ্দিন। অন্যদের মাঝে বক্তব্য রাখেন নারী ভাইস চেয়ারম্যান রাহেনা বেগম হাছনা, উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি ডা. প্রণয় কুমার দে, সাধারণ সম্পাদক আনোয়ার উদ্দিন, পূজা উদযাপন কমিটির সভাপতি বিধান দাস, সাধারণ সম্পাদক রঞ্জিত কুমার পাল প্রমুখ।

পরে মণ্ডপের সভাপতির হাতে বরাদ্দ হওয়া চালের ছাড়পত্র তুলে দেওয়া হয়। প্রতিটি মণ্ডপ ৫০০ কেজি করে চাল পেয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর থেকে এই চাল বরাদ্দ হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.