Sylhet Today 24 PRINT

হবিগঞ্জে মহাঅষ্টমীতে কুমারী পূজা

হবিগঞ্জ প্রতিনিধি |  ০৬ অক্টোবর, ২০১৯

শারদীয় দুর্গোৎসবের আজ মহাষ্টমীতে হবিগঞ্জে কুমারী পূজা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৬ অক্টোবর) সকাল ১০টায় রামকৃষ্ণ মিশনে এ পূজা অনুষ্ঠিত হয়।

পূজার মন্ত্র পাঠ করেন স্বামী নরেশ আনন্দজী। এবার কুমারী রূপে পূজিত হয়েছেন শহরের পুরানমুন্সেফী এলাকার বাসিন্দা সৌমেন্দ্র নাথ মল্লিকের সাত বছর বয়সী মেয়ে সোমা মল্লিক।

কুমারী শাস্ত্রীয় মতে, তার নাম রাখা হয় কুঞ্জিকা। সে রামচরণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্রী। তার বাড়ি যশোর জেলায়। বাবার চাকরির সুবাদে তারা হবিগঞ্জে বসবাস করছেন।

পূজা পরিদর্শন করেন সংসদ সদস্য অ্যাডভোকেট মো. আবু জাহির, পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা, সাবেক পৌর মেয়র জি কে গউছ।

পূজা উপভোগ করতে আশেপাশের জেলা থেকেও হাজারও পূজারী হবিগঞ্জে এসেছেন। এছাড়াও বাহুবল উপজেলার মিরপুরেও কুমারী পূজা অনুষ্ঠিত হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.