Sylhet Today 24 PRINT

বাহুবলে কুমারী পূজা অনুষ্ঠিত

বাহুবল প্রতিনিধি |  ০৬ অক্টোবর, ২০১৯

হবিগঞ্জের বাহুবলে মিরপুর বাজার পূজা উদযাপন পরিষদের উদ্যোগে চতুর্থবারের মতো মহাঅষ্টমীতে কুমারী পূজা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৬ অক্টোবর) সকাল ১১টায় উপজেলার শচীঅঙ্গন ধামে এ পূজা অনুষ্ঠিত হয়।

এবার কুমারী হিসেবে পূজিত হয়েছেন সিলেট জেলার বিশ্বনাথ উপজেলার ৯ বছর বয়সী শিশু কন্যা শ্রীমতি নমিতা চক্রবর্তী।

কুমারী শাস্ত্র মতে, তার নাম রাখা হয়েছে অপরাজিতা। সে পাঠানটুলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী।

দুর্গাপূজার বিশেষ কুমারী পূজা উপলক্ষে শচীঅঙ্গন ধামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় সাংবাদিক অভিজিৎ ভট্টাচার্যের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মো. মাহবুব আলী এমপি, বিশেষ অতিথি হিসেবে হবিগঞ্জ-সিলেট সংরক্ষিত মহিলা আসনের সাবেক এমপি অ্যাডভোকেট আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী।

এছাড়াও সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদ, অতিরিক্ত জেলা প্রশাসক তারেক মো. জাকারিয়া, বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তা আয়েশা হক, এসএসপি পারভেজ আলম চৌধুরী, বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কামরুজ্জামান, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট সিরাজুল হক চৌধুরী, অনুপ কুমার মনা, লামাতাশি ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান চৌধুরী টেনু, সাটিয়াজুরী ইউপি চেয়ারম্যান আব্দুর রশিদ মাস্টার, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল কদ্দুছ, বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি হাফিজুর রহমান প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.