Sylhet Today 24 PRINT

আবরার হত্যার প্রতিবাদে সুনামগঞ্জ ছাত্রদলের বিক্ষোভ মিছিল

সিলেটটুডে ডেস্ক |  ০৯ অক্টোবর, ২০১৯

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) মেধাবী শিক্ষার্থী আবরার ফাহাদের হত্যার প্রতিবাদে সুনামগঞ্জ জেলা ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও পথসভা কর্মসূচি পালন করেছে।

বুধবার (৯ অক্টোবর) সকাল ১১টায় শহরের পুরাতন বাসস্টেশন থেকে কামার খাল ব্রিজের সামনে বিক্ষোভ মিছিল শেষে পথ সভা অনুষ্ঠিত হয়।

সুনামগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি রায়হান উদ্দিনের সভাপতিত্বে ও জেলা ছাত্রদলের যুগ্ম-সম্পাদক শাহ মোহাম্মদ ইউসুফ ফরহাদ’র পরিচালনায় পথসভায় বক্তব্য দেন, জেলা ছাত্রদলের সহসভাপতি ফয়েজ আহমদ, যুগ্ম সম্পাদক মুমিত ইসলাম, সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হাবিব, আনোয়ার আলম, কলেজ ছাত্রদলের সভাপতি জাহাঙ্গীর আলম, ছাত্রদল নেতা ওবায়দুল ইসলাম, মিশুক আহমদ প্রমুখ।

এ সময় বক্তরা বলেন, দেশব্যাপী আজ অরাজকতায় পরিণত হয়েছে। প্রতিদিনই খুন, রাহাজানি, হত্যা, ধর্ষণ’র মতো ভয়াবহ ঘটনা ঘটছে। যার কারণে অনেকেই সন্তানহারা, মাতৃহারা, পৃতৃহারা হচ্ছেন। শিক্ষা প্রতিষ্ঠানেও এমন লোমহর্ষক ঘটনা ঘটছে। যার কারণে মেধা শূন্য হয়ে পড়ছে পুরো জাতি । পিতা মাতা তার স্বপ্নের সন্তানকে শিক্ষাঙ্গনে পাঠিয়ে দিয়ে নিশ্চিত হতে পারছে না, সন্তান তার মায়ের কুলে ফিরে আসবে কিনা? রাষ্ট্রের এ দায়ভার কে নিবে জনমনে শুধু এই প্রশ্ন ? এসময় বুয়েট’র মেধাবী শিক্ষার্থী আবরার ফাহাদ’র নৃশংস হত্যার প্রতিবাদ জানিয়েছেন বক্তারা।

আবরার ফাহাদ হত্যাকারিদের দ্রুত বিচারের আওতায় এনে শাস্তি দাবি করেন আন্দোলনকারীরা। সাথে সাথে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিও জানায় ছাত্রদল নেতৃবৃন্দ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.