Sylhet Today 24 PRINT

শাহ আরেফিন টিলায় অভিযানে ৩০ লক্ষ টাকার বোমা মেশিন ধ্বংস

কোম্পানীগঞ্জ প্রতিনিধি |  ১০ অক্টোবর, ২০১৯

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার শাহ আরেফিন টিলায় টাস্কফোর্সের অভিযানে প্রায় ৩০ লক্ষ টাকা মূল্যমানের পরিবেশ বিধ্বংসী ও অবৈধভাবে পাথর উত্তোলনের ব্যবহৃত উচ্চ ক্ষমতা সম্পন্ন ২টি বোমা মেশিন পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) দুপুর ১২ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত চলা এই অভিযানে একইসাথে ২০ টি স্যালুমেশিন ৩ ড্রামতেলসহ ২০টি লরি ট্রাক্টর আগুনে পুড়িয়ে ও ভেঙ্গে ফেলা হয়।

কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার বিজেন ব্যাবার্জির নির্দেশনায় নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমান। টাস্কফোর্সের অভিযানে পুলিশ ও বিজিবি অংশগ্রহণ করে।

এ  ব্যাপারে কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার বিজেন ব্যানার্জি বলেন, “উচ্চ আদালতের নিষেধাজ্ঞা সত্ত্বেও এক শ্রেণীর পাথরখেকোরা শাহ আরফিন টিলায় বোমামেশিন দিয়ে পরিবেশ ধ্বংস করছে। যার কারণে আজ টাস্কফোর্সের অভিযানে আনুমানিক প্রায় ৩০লক্ষ টাকার পরিবেশ বিধ্বংসী বোমা মেশিনের সরঞ্জাম ধ্বংস করা হয়েছে।”

অবৈধভাবে পাথর উত্তোলনের বোমামেশিন এর বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।


টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.