Sylhet Today 24 PRINT

তাহিরপুরে দুই পক্ষের সংঘর্ষে আহত অন্তত ২০

তাহিরপুর প্রতিনিধি |  ১৫ অক্টোবর, ২০১৯

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় দুই পক্ষের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছে। এ ঘটনায় গুরুত্বর আহত মোছা মিয়া (৩০), আমির আলী (২২), শাহিন মিয়া (২২), এরশাদ মিয়া (২৪), লিয়াকত আলীকে (২৮) তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ও অন্যান্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৫ অক্টোবর) দুপুরে উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের চরগাও গ্রাম এ ঘটনাটি ঘটে বলে নিশ্চিত করেন বাদাঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ আমির উদ্দিন।

স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের চরগাঁও গ্রামে সাহাজ উদ্দিন ও গাজি রহমানের সাথে পূর্ব বিরোধ নিয়ে কথা কাটা কাটি হয়। এরই জের ধরে সাহাজ উদ্দিন ও তার লোকজন লাল মিয়া ডাক্তারের বাড়ির পাশে গাজি রহমানসহ তার লোকজনের উপর দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সন্ত্রাসী কায়দায় হামলা চালায়।

এতে গাজি রহমানের পক্ষে মোছা মিয়া (৩০),আমির আলী (২২), শাহিন মিয়া (২২), এরশাদ মিয়া (২৪), লিয়াকত আলী (২৮), কাশেম (৩৫), গোলাম হোসেন, ওমর আলী, জয়নাল, সুফিয়ানসহ দুই পক্ষের অন্তত ২০ জন আহত হয়। এ ঘটনায় গাজি রহমানের পক্ষে তাহিরপুর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও পুলিশ সূত্রে জানা যায়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.