Sylhet Today 24 PRINT

বাহুবলে কলেজ ছাত্রীকে উত্যক্তের দায়ে সহপাঠীর কারাদণ্ড

বাহুবল প্রতিনিধি  |  ১৬ অক্টোবর, ২০১৯

বাহুবলে কলেজ ছাত্রীকে উত্যক্ত করার দায়ে তার সহপাঠীকে একমাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার সন্ধ্যায় এ দণ্ডাদেশ প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আয়েশা হক।

সংশ্লিষ্ট সূত্র জানায়, উপজেলার নন্দনপুর গ্রামের আব্দুল হাই-এর পুত্র রাসেল আহমেদ শাওন (২০) মিরপুর আলিফ-সোবহান চৌধুরী কলেজের একাদশ শ্রেণির ব্যবসায় শিক্ষা শাখায় অধ্যয়নরত। সে একই শ্রেণির বিজ্ঞান বিভাগের এক ছাত্রীকে দীর্ঘদিন ধরে উত্যক্ত করে আসছিল। এ অভিযোগে মঙ্গলবার পুলিশ রাসেল আহমেদ শাওনকে গ্রেপ্তার করে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করে। বিচারক ওই যুবককে একমাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেন।

আলিফ-সোবহান চৌধুরী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মাহবুবুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ছাত্রীর পরিবারের অভিযোগের প্রেক্ষিতে পুলিশ তাকে গ্রেপ্তার করে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করে।

বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, দণ্ডপ্রাপ্ত কলেজ ছাত্রকে কারাগারে প্রেরণ করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.