Sylhet Today 24 PRINT

র‍্যাব পরিচয়ে প্রতারণা ও সাইবার অপরাধের অভিযোগে একজন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক |  ১৭ অক্টোবর, ২০১৯

ছবি: র‍্যাব

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রী, কয়েকজন মন্ত্রী এবং আরও কয়েকজন দায়িত্বপ্রাপ্ত বিশেষ ব্যক্তিকে বিকৃত ও কুরুচিপূর্ণভাবে উপস্থাপনসহ নানানুমুখী সাইবার অপরাধ এবং র‍্যাব পরিচয়ে প্রতারণার অভিযোগে একজনকে গ্রেপ্তারের তথ্য জানিয়েছে র‌্যাব-৯।

বৃহস্পতিবার র‍্যাব-৯ থেকে গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার (১৬ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ছয়টার সময় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিসি-১ কোম্পানির (সিলেট ক্যাম্প) একটি আভিযানিক দল এএসপি আনোয়ার হোসেন, এএসপি সত্যজিৎ কুমার ঘোষ, এএসপি নাহিদ হাসান এবং এএসপি খালেকের নেতৃত্বে হবিগঞ্জ জেলার বাহুবল থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে আব্দুল্লাহপুর গ্রাম থেকে একটি স্যামস্যাং ব্র্যান্ডের জে২ প্রাইম সিরিজের মোবাইল ফোনসহ ১ আসামিকে গ্রেপ্তার করে।

র‍্যাব জানায়, গ্রেপ্তারকৃত আসামি অবৈধভাবে টাকা পয়সা হাতিয়ে নেওয়ার উদ্দেশ্যে বিভিন্ন ব্যক্তির ফেসবুক আইডি হ্যাক, হ্যাক চেষ্টা ও আইডি বিনষ্ট করা, অনলাইনে র‌্যাব কর্মকর্তা পরিচয়ে প্রতারণার মাধ্যমে অর্থ উপার্জন, অশ্লীল ছবিতে বিভিন্ন ব্যক্তির মুখ জুড়ে দিয়ে সম্মানহানি, ফেসবুকে প্রধানমন্ত্রীর মানহানিকর পোষ্ট এবং মন্ত্রীসহ অনেকের ছবি বিকৃত করে সম্মানহানি, মোবাইল ফোন ও ফেসবুক মেসেঞ্জারের মাধ্যমে পর্নোগ্রাফি বহন ও সরবরাহে দীর্ঘদিন যাবত জড়িত।

গ্রেপ্তারকৃত আসামি মাহফুজুর রহমান নবীন (২৮), পিতা- মৃত ইজাজুর রহমান, সাং মোহাম্মদ নগর (তিতার কোণা), থানা- বাহুবল, জেলা- হবিগঞ্জকে উদ্ধারকৃত আলামতসহ বাহুবল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় র‍্যাব।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.