Sylhet Today 24 PRINT

স্টেকহোর্ল্ডাস মিটে যোগ দিতে ভারতে সিলেট চেম্বারের প্রতিনিধি দল

নিজস্ব প্রতিবেদক |  ২১ অক্টোবর, ২০১৯

ভারতের আসামের গোহাটিতে অনুষ্ঠিতব্য ইন্ডিয়া-বাংলাদেশ স্টেকহোর্ল্ডাস মিটে যোগ দিতে দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পক্ষ থেকে ১৯ সদস্য বিশিষ্ট এক প্রতিনিধিদল আজ ২১ অক্টোবর ভারতের উদ্দেশ্যে সিলেট ত্যাগ করেছেন।

২২-২৩ অক্টোবর গোহাটিতে অনুষ্ঠিতব্য এ সম্মেলনে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এমপি, প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা ড. মশিউর রহমানসহ সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ উপস্থিত থাকবেন।

সিনিয়র সহ-সভাপতি চন্দন সাহার নেতৃত্বে ইন্ডিয়ান চেম্বার অব কমার্সের উদ্যোগে অনুষ্ঠিতব্য দুই দিনব্যাপী সম্মেলনে আমদানি-রপ্তানি, সীমান্ত বাণিজ্য, সড়ক ও নৌ পরিবহনসহ দ্বি-পাক্ষিক বিভিন্ন বিষয়ে আলোকপাত করা হবে।

এতে আসাম, মেঘালয়সহ ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যসমূহের মুখ্যমন্ত্রী, বাণিজ্যমন্ত্রী ও ভারতের কেন্দ্রীয় সরকারের প্রতিনিধিবৃন্দ উপস্থিত থাকবেন।

সিলেট চেম্বারের প্রতিনিধিদলের সদস্যগণ হলেন সহ-সভাপতি তাহমিন আহমদ, পরিচালক মো. মামুন কিবরিয়া সুমন, মো. এমদাদ হোসেন, এহতেশামুল হক চৌধুরী, আব্দুর রহমান, মো. আব্দুর রহমান (জামিল), হুমায়ুন আহমদ, মো. আতিক হোসেন, সদস্য লিয়াকত আলী, মো. জালাল উদ্দিন, সরোয়ার হোসেন সেদু, মোহাম্মদ আইয়ুব আলী, মো. মনিরুজ্জামান মিন্টু, ফখরুল ইসলাম, ফয়েজুর রহমান, সাংবাদিক শাহ দিদার আলম নোবেল, মাহবুবুর রহমান রিপন ও নিরানন্দ পাল।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.