Sylhet Today 24 PRINT

দক্ষিণ সুরমায় চলন্ত বাসে আগুন

নিজস্ব প্রতিবেদক |  ২১ অক্টোবর, ২০১৯

সিলেটের দক্ষিণ সুরমার আলমপুরে একটি যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

সোমবার (২১ অক্টোবর) দুপুরে সিলেটের দক্ষিণ সুরমার আলমপুরে সরকারি মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সামনে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সিলেট শহরগামী একটি যাত্রীবাহী বাস দক্ষিণ সুরমার আলমপুর এলাকায় পৌঁছালে যান্ত্রিক ত্রুটির কারণে আগুন লাগে। পরে যাত্রীরা দ্রুত বাস থেকে নেমে যায়। তবে ধাক্কাধাক্কিতে ৬ জন আহত হয়। এদের মধ্যে ৩ জনের অবস্থা গুরুতর।

আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সিলেট ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইফতেখার হোসেন চৌধুরী জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ধারণা করা হচ্ছে যান্ত্রিক ত্রুটির কারণে আগুন লেগেছে। তদন্তের পর বিস্তারিত জানানো যাবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.